gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
যশোরের আশিকুজ্জামান হকির কোচ
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ০৮:০২:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া সংবাদ:
GK_2024-05-06_6638e830824f8.jpg

যশোরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশিকুজ্জামান বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দলের প্রধান কোচ নির্বাচিত হয়েছেন। সিঙ্গাপুরে এ এইচ এফ কাপ হকি প্রতিযোগিতায় দলটি অংশগ্রহণ করবে।
মোহাম্মদ আশিকুজ্জামান একাধারে ফুটবল, ক্রিকেট ও হকি সমান তালে খেলেছেন। তিনি ক্রীড়া পরিবারের সন্তান। শহরের খড়কীর এ কৃতি সন্তান বর্তমানে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক। তার পিতা মোহাম্মদ শফিকউজ্জামান। তিনি একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিন যশোর জেলা ক্রীড়া সংস্থায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
অনূর্ধ্ব-২১ দলের প্রধান কোচ নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আশিকুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু ও আসাদ ক্রিকেট একাডেমির কর্মকর্তারা।

আরও খবর

🔝