gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ইসরায়েলগামী অস্ত্রের জাহাজকে বন্দরে জায়গা দিল না স্পেন যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নে সভাপতি বাচ্চু, সম্পাদক মোর্ত্তজা যুবমহিলালীগ থেকে ফাতেমা আনোয়ার বহিস্কৃত মাগুরা রেলপথ যাবে ঝিনাইদহের কালীগঞ্জ -রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এমপি মণিরামপুরে এমপি ইয়াকুব আলীর সংবর্ধনা শান্তির জনপদে অশান্তির অপচেষ্টা চালালে প্রতিহত করতে হবে বিপুল ফারাজীকে বিজয়ী করতে বীরমুক্তিযোদ্ধাদের সভা কেশবপুরে নবনির্বাজিচত চেয়ারম্যান-ওসির বিরুদ্ধে মামলার ঘটনায় সংবাদ সম্মেলন চেয়ারম্যান পদে মোস্তানিছুর-হাবিব সমানে সমান ঝিনাইদহে এসএসসি পরীক্ষার আগেই ২১৩ ছাত্রী বাল্যবিয়ের শিকার ঝিনাইদহে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ৫
ভারতে ভয়াবহ দাবানল, ৫ জনের মৃত্যু
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ০৯:৫৫:০০ পিএম , আপডেট : শনিবার, ১৮ মে , ২০২৪, ০৪:১৬:৩০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-05-06_66390018122b3.jpg

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। এতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে দাবানলে এটিই সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু।
রাজ্যটির আলমোড়া জেলায় দাবানলের আগুনে ২৮ বছরের এক নেপালি তরুণীর মৃত্যু হয়েছে। আলমোড়ার জনাকীর্ণ দুনাগিরি মন্দিরে আগুন লেগে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। তীর্থযাত্রীদের বেরনোর পথ বন্ধ হয়ে যায় আগুনে। যদিও সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
তবে আলমোড়ার পাইন রেজিন ফ্যাক্টরির তিন শ্রমিক আগুনে পুড়ে মারা গেছেন। আর রোববার (৫ মে) সন্ধ্যায় হৃষিকেশের এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৫ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়। অগ্নিদগ্ধ অবস্থায় সেখানে তিনি ভর্তি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবিত্রি দেবী নামক ওই বৃদ্ধার গবাদি পশুর খামার ছিল। দাবানল তার খামারের কাছাকাছি চলে এলে তিনি প্রাণীগুলোকে বাঁচাতে ছুটে যান। একপর্যায় তিনি অগ্নিদগ্ধ হন।
উত্তরাখণ্ড আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার (৭ মে) ও বুধবার (৮ মে) থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলবে ১১ মে পর্যন্ত। এই অবস্থায় পাহাড়ে বৃষ্টি নামলে তবেই আগুন নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, কুমায়ুন অঞ্চলে মঙ্গলবার ও গাড়োয়ালে বুধবার থেকে বৃষ্টি নামতে পারে।
ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের ২৯ এপ্রিল থেকে এ পর্যন্ত ৫ হাজার ৭০২টি দাবানল হয়েছে। কুমায়ুন ও গাড়োয়াল এলাকার বিভিন্ন অঞ্চলে এ দাবানলের ঘটনা ঘটে। তবে মূলত মধ্য হিমালয়ের বিভিন্ন এলাকায় এই দাবানলের ঘটনা হয়।
আর গত বছরের নভেম্বর মাস থেকে রাজ্যে অন্তত ৯১০টি দাবানলের ঘটনা ঘটে। তাতে প্রায় ১ হাজার ১৪৪ হেক্টর বনাঞ্চল ধ্বংস হয়েছে। এরও আগে ২০২১ সালে ভয়াবহ আগুন লেগেছিল জঙ্গলে। তখন প্রায় ৩ হাজার ৯৪৩ হেক্টর জঙ্গল পুড়ে যায়।

আরও খবর

🔝