gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
রায়পাড়ার বিতর্কিত সার্জেন্ট বাবু আটক
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ১০:২৩:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-05-06_663904eff0d91.jpg

যেখানে ঝগড়া বিবাধ, সেখানেই সার্জেন্ট বাবুর হানা। সালিশের নামে শুরু হয় অর্থবাণিজ্য। যিনি চাহিদা মতো টাকা দিতে পারেন সালিশের রায় যায় তার পক্ষে। ব্যবসায়ী থেকে শুরু করে সমাজের অর্থশালীদের কাছে চাঁদা নেয়া যেন পেশা হয়ে দাঁড়িয়েছে রায়পাড়ার সার্জেন বাবুর। স্বামী-স্ত্রীর তালাক হতে হলেও তাকে টাকা দিতে হয়। বহুল বিতর্কিত এই ব্যক্তির ঢাল হিসেবে কাজ করছে একটি রাজনৈতিক চক্র আর ভুঁইফোঁড় একটি মানবাধিকার সংগঠন। অবশেষে সেই সার্জেন্ট বাবুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এতে স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মাঝে। তার আটকের খবরে মিস্টি বিতরণ করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১১টায় যশোরে একজন ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি ও টাকা না দেয়ায় কুপিয়ে জখম এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে রায়পাড়ার আলোচিত নুর ইসলাম বাবু ওরফে সার্জেন্ট বাবুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বাবুসহ পাঁচজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন চাঁচড়া রায়পাড়ার ভুক্তোভোগী জাহাঙ্গির হোসেনের ছেলে জাকির হোসেন সাগর। সার্জেন্ট বাবু রায়পাড়ার মৃত ইয়াসিন মোল্লার ছেলে। অন্য আসামিরা হলেন একই এলাকার করিমের ছেলে মিন্টু হোসেন, চান গাজীর ছেলে জাহাঙ্গীর ইসলাম জেংকি, মেজবা উদ্দিন ও ফাহিম।
মামলায় বাদী উল্লেখ করেছেন, তিনি এক বছর আগে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমিসহ একটি পুকুর লিজ নেন। সেই পুকুরে তিনি মাছ চাষ করেন। সেই সূত্র ধরে আসামিরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা তাকে খুন-জখমের হুমকি দেয়। ওই পুকুরে আর মাছ চাষ করতে দেয়া হবেনা বলেও হুমকি দেয় আসামিরা।
সাগর অভিযোগে আরও উল্লেখ করেন, গত ৩ এপ্রিল বেলা ১১টায় বাড়ি থেকে রেলগেট এলাকায় পৌঁছালে আসামি বাবুর নেতৃত্বে অন্যরা ধারাল অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। তারা সাগরের কাছে চাঁদার দুই লাখ টাকা দাবি করে। এসময় ভয়ে তিনি নিজের কাছে থাকা ১০ হাজার টাকা বাবুর হাতে তুলে দেন। ওই টাকা নিয়ে বাকি টাকার জন্য চাপ দিতে থাকে বাবু। টাকা দিতে না পারায় বাবুর হুকুমে মিন্টু দা দিয়ে সাগরের মাথায় কোপ মারে। এতে সাগর মাটিতে পড়ে যায়। জেংকি লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এসময় পাশের চায়ের দোকানি জুয়েল এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে বাবু ও তার সঙ্গীরা। পরে আশপাশের অন্যরা এগিয়ে এসে প্রতিবাদ জানালে আসামিরা হুমকি দিয়ে চলে যায়। পরে সাগর ও জুয়েলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হয়ে সাগর শনিবার কোতোয়ালি থানায় মামলা করেন।
এদিকে, স্থানীয়রা বলছেন সার্জেন্ট বাবুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। এলাকায় পারিবারিক গোলযোগ থেকে শুরু করে জমি নিয়ে বিরোধ, যেকোনো ধরনের ঝামেলা হলেই তিনি স্ব-উদ্দ্যোগে হাজির হন। তার সাথে থাকেন এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। দুই পক্ষকেই প্রভাবিত করতে থাকে। এরপর সালিশের নামে টাকা হাতিয়ে নেয় তারা।
এছাড়া, রেলগেট বারেকের চায়ের দোকানের সামনে কথিত একটি মানবাধিকার সংগঠনের অফিস বানানো হয়েছে। সেখানে সালিশ বিচারের নামে মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেয় সার্জেন্ট বাবু চক্র। এসব বিষয়ে পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়ে তাদের কার্যক্রম বন্ধ করেছে। কয়েকদিন পর তারা ফের অপকর্মে জড়িয়ে যায় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। সার্জেন্ট বাবুকে আটকের পর এলাকায় মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রঞ্জন কুমার মালো জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে বাবুসহ অন্য আসামিরা চিহ্নিত চাঁদাবাজ। এছাড়া এলাকায় মাদক, চুরি, ছিনতাইসহ নানা অপরাধের সাথে তারা জড়িত। শনিবার রাত সাড়ে ৯টায় চাঁচড়া রায়পাড়া এলাকা থেকে বাবুকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

🔝