gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
চৌগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে বাসচালকের মৃত্যু
প্রকাশ : সোমবার, ৬ মে , ২০২৪, ১০:৩২:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর):
GK_2024-05-06_66390790013cf.webp

প্রায় ত্রিশ বছর বাসের চালক হয়ে নিরাপদভাবে হাজার হাজার যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন সরোয়ার হোসেন বাবু (৫৭)। কখনো সড়ক দুর্ঘটনার শিকার হননি। এলাকায় দক্ষ চালক হিসেবে তিনি বেশ অভিজ্ঞ ও পরিচিত। সেই দক্ষ বাস চালকই সামান্য ভুল করে ফেললেন জীবনে। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎ স্পৃষ্টে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন।
সোমবার সকালে যশোরের চৌগাছার সিংহঝুলী গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনাা ঘটে। পরিবারের লোকজন দ্রুত চৌগাছা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংহঝুলী গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক জানান, সোমবার সকাল ১০টার দিকে বাবু নিজের ঘরে বিদ্যুতের কাজ করছিলেন। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এই অবস্থায় পরিবারের লোকজনসহ স্থানীয়রা তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
চেয়ারম্যান বলেন, ‘বাবু ভাই অত্র অঞ্চলে সুপরিচিত মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে গেলো।’

আরও খবর

🔝