gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ ব্যাপক দুর্নীতির অভিযোগ

কুয়েতের সাবেক মন্ত্রী মোবারক গ্রেপ্তার
প্রকাশ : মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ০১:৫১:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
কাগজ ডেস্ক:
GK_2024-05-07_6639ddc8356a9.jpg

দুর্নীতির অভিযোগে কুয়েতের সাজাপ্রাপ্ত সাবেক মন্ত্রী বিদেশ থেকে দেশের মাটিতে পা রাখা মাত্রই গ্রেপ্তার হয়েছেন। মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তার হওয়া মোবারক আলারৌ (৪৬) ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত কুয়েতের সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী ছিলেন। তার আগে তিনি আইনজীবী পেশায় নিয়োজিত ছিলেন।
আলারৌয়ের বিরুদ্ধে মন্ত্রী থাকাকালে নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের পছন্দের কোম্পানিকে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়া, সরকারি তহবিলের অর্থ তছরুপ এবং সংবাদমাধ্যমে অন্যায়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় গত বছরের নভেম্বরে তাকে ৭ বছর কারাবাসের আদেশ দিয়েছিলেন কুয়েতের আদালত। তবে মন্ত্রিত্ব চলে যাওয়ার পরই তিনি দেশত্যাগ করায় এতদিন তার নাগাল পাওয়া যায়নি। একই মামলায় কুয়েতের একটি মন্ত্রণালয়ের একজন আন্ডার সেক্রেটারি এবং সরকারি সংস্থা ফেডারেশন অব কো-অপারেটিভ সোসাইটির সাবেক প্রধানকেও একই সাজা দিয়েছেন আদালত। সেই সঙ্গে যে কোম্পানিকে আলারৌ এবং তার সহযোগীরা টেন্ডার পাইয়ে দিয়েছিলেন, সেটির কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার আলারৌ দেশে ফিরে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখামাত্র তাকে বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে কুয়েতের দৈনিক আল কাবাস।
আলারৌ’র আইনজীবীরা অবশ্য তার সাজা মওকুফের জন্য আপিল করেছেন। আগামী ৩০ মে সেই আপিলের ওপর শুনানি হবে। প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখতে সম্প্রতি জোরেশোরে অভিযান শুরু করেছে কুয়েত।

আরও খবর

🔝