gramerkagoj
রবিবার ● ১৯ মে ২০২৪ ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj

❒ ফেডারেশন কাপ

ফাইনালে মোহামেডান
প্রকাশ : মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ০৬:২০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ১৭ মে , ২০২৪, ১১:৫৬:৩৩ এ এম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-07_663a1cd85e791.jpg

মঙ্গলবার মুন্সিগঞ্জে ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে পিছিয়ে পড়েও মোহামেডান ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। গত মৌসুমে স্মরণীয় ফাইনাল ম্যাচে আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপ ফুটবলের শিরোপা পুনরুদ্ধার করেছিল সাদা কালো জার্সিধারীরা। সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সামনে এখন একমাত্র বাঁধা ফাইনাল ম্যাচ।
দ্বিতীয়ার্ধের খলা শুরুর দুই মিনিটে পিছিয়ে পড়ে মোহামেডান। এরপর প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা। দারুণ এক গোল করে দলকে ম্যাচে ফেরান নাইজেরিয়ান এমানুয়েল সানডে। শাহরিয়ার ইমন করেন জয়সূচক গোল।
একটা ফ্রি কিকে পিছিয়ে পড়েছিল মোহমেডান। ডান দিক থেকে পুলিশের ভেনেজুয়েলার এডওয়ার্ড মরিলোর নেওয়া ফ্রি কিক থেকে হেডে গোল করেছিলেন উজবেক ডিফেন্ডার উখতামভ। তারপর থেকেই সোলেমান দিয়াবাতে, এমানুয়েল সানডে ও শাহরিয়ার ইমনরা একের পর এক আক্রমণ করে তছনছ করে পুলিশের রক্ষণভাগ।
৬৬ মিনিটে মোজাফফরের পাস দুই জনের পা হয়ে চলে যায় অরক্ষিত এমানুয়েল সানডের সামনে। ভুল করেননি এই নাইজেরিয়ান। প্লেসিং শটে বল জালে পাঠিয়ে ম্যাচে ফেরান মোহামেডানকে। ৭৮ মিনিটে শাহরিয়ান ইমনের হেড পুলিশের জাল কাঁপালে জেগে ওঠে মোহামেডান শিবির। ২-১ ব্যবধান ধরে রেখে মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্টেরও ফাইনালে উঠে যায় আলফাজ আহমেদের দল। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন শাহরিয়ার ইমন।

আরও খবর

🔝