gramerkagoj
মঙ্গলবার ● ২১ অক্টোবর ২০২৫ ৬ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম একনেকে ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প চূড়ান্ত অনুমোদন বাংলাদেশে আফগানিস্তান-মিয়ানমার এশিয়ান কাপ বাছাইপর্বের হোম ম্যাচ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল নিয়ে আপিলের পরবর্তী শুনানি বুধবার ‘হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ’ পটুয়াখালীর কলাপাড়ায় পূবালী ব্যাংক পিএলসির ২৫৮তম উপশাখার উদ্বোধন এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ কাতারের আমিরের স্বাধীনতার ৫০ বছর পরও মানুষ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত : আখতার হোসেন রাজশাহীতে নারী হত্যার ৭২ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ জন জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন বিএনপির সাত বহিষ্কৃত নেতা
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৭:৪৭:০০ পিএম , আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর , ২০২৫, ০৩:১৭:৩৩ পিএম
ঢাকা অফিস:
GK_2024-05-09_663cd460000c3.jpg

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বুধবার (৮ মে) অনুষ্ঠিত হয়েছে। বিএনপি এ নির্বাচন বর্জন করলেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কয়েকজন নেতা এ নির্বাচনে অংশ গ্রহণ করেন। যেসব নেতা দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। তারপরও নির্বাচনী লড়াইয়ে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত সাতজন নেতা।
দেশের ১৩৯টি উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ নেতাদের জয়জয়কার হয়েছে। এ পরিস্থিতির মধ্যেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সাতজন নেতা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে বান্দরবান সদর উপজেলায় বিজয়ী হয়েছেন আব্দুল কুদ্দুছ। তিনি ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম জাহাঙ্গীরকে পরাজিত করেছেন। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির আরেক বহিষ্কৃত নেতা আমিনুল ইসলাম বাদশা। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুককে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ফারুক ভোট পেয়েছেন ১৬ হাজার ৫২টি।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলা পরিষদ নির্বাচনের দুটিতেই বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতারা। গোমস্তাপুরে আশরাফ হোসেন আলিম ও ভোলাহাটে চেয়ারম্যান হয়েছেন আনোয়ার হোসেন। আশরাফ হোসেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রেজাকে পরাজিত করেছেন। আর আনোয়ার হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি আওয়ামী লীগ নেতা আব্দুল খালেককে ভোটে হারিয়েছেন। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হামিদ আনাসর প্রতীকে ৩৪ হাজার ১৮৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য।
গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন। তিনি পান ১৮ হাজার ৯৬৯ ভোট। মিলন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীনকে পরাজিত করেছেন।
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি যুক্তরাজ্যপ্রবাসী মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ১৩ হাজার ৩২২ ভোট পান। সুহেল আহমদ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদকে পরাজিত করেছেন।

আরও খবর

🔝