gramerkagoj
সোমবার ● ২০ মে ২০২৪ ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
তৃতীয় লিঙ্গের বর্ষা মীর ঝিনাইদহ সদরের ভাইস চেয়ারম্যান
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ মে , ২০২৪, ০৮:০১:০০ পিএম , আপডেট : সোমবার, ২০ মে , ২০২৪, ০৪:০৮:০৬ পিএম
ঝিনাইদহ অফিস:
GK_2024-05-09_663cd7a425eab.JPG

উপজেলা পরিষদ নির্বাচনে গোটা দেশের মধ্যে ঝিনাইদহ সদর থেকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্ষা মীর। এ নিয়ে দু’জন তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস চেয়ারম্যান পেল ঝিনাইদহ। তার আগে কোটচাঁদপুর উপজেলা থেকে একই পদে নির্বাচিত হয়েছিলেন তৃতীয় লিঙ্গের পিংকি খাতুন।
বর্ষা মীরের জয়ে এলাকায় চলছে উল্লাস ও মিষ্টি বিতরণ। শহরের চাকলাপাড়ায় অবস্থিত তার বাড়িতে ফুলের শুভেচ্ছা জানাতে আসছেন অনেকে। ভোটারদের এমন সমর্থন পেয়ে নবনির্বাচিত এ জনপ্রতিনিধিও বলেছেন, ঝিনাইদহবাসীর সেবা করে যাবেন তিনি যতোদিন থাকবেন।
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ঝিনাইদহ সদর উপজেলায় বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে প্রজাপ্রতি প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়েছেন বর্ষা মীর। পেয়েছেন ৫৪ হাজার ২৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরতী দত্ত পেয়েছেন ২৩ হাজার ৩৫২ ভোট।
অন্যদিকে ৩৫ হাজার ৫৩৮ ভোট পেয়ে এ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান মাসুম। তার নিকটমতম প্রতিদ্বন্দ্বী জেএম রশিদুল আলম পেয়েছেন ৩০ হাজার ৭৫৫ ভোট।

আরও খবর

🔝