gramerkagoj
শুক্রবার ● ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
gramerkagoj
বাঘারপাড়া উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
প্রকাশ : সোমবার, ১৩ মে , ২০২৪, ০১:৩২:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ৮ মে , ২০২৫, ০৯:০৩:৩৫ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-05-13_6641c23406481.jpg

বাঘারপাড়া উপজেলার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে হাসান আলী আনারস, এফএম আশরাফুল কবির বিপুল ফারাজী মোটরসাইকেল, আব্দুর রউফ মোল্লা দোয়াত কলম, রাজীব কুমার রায় ঘোড়া, মাসুম রেজা পেয়েছেন হেলিকপ্টার ও সেলিম রেজা কাপ পিরিচ প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান টিউবওয়েল, গোলাম ছরোয়ার তালা, নাজমুল হুসাইন চশমা, শাহজালাল বই, এনায়েত হোসেন লিটন মাইক, তাওহিদুর রহমান উড়োজাহাজ ও জয়নাল আবেদীন টিয়া পাখি প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামসুন্নাহার ফুটবল, বিথীকা বিশ্বাস পদ্মফুল, রেক্সনা খাতুন কলস ও দিলারা জামান প্রজাপতি প্রতীক পেয়েছেন।

আরও খবর

🔝