gramerkagoj
রবিবার ● ১১ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম নুরুল হক নুরের দাবি: আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদী ও ষড়যন্ত্রকারী’, দলটি নিষিদ্ধ করার আহ্বান রাজশাহীর দূর্গাপুরে মকবুল হত্যা মামলার প্রধান আসামীসহ পাঁচজন গ্রেপ্তার ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পর কাশ্মীর ইস্যুতে স্থায়ী সমাধান চায় পাকিস্তান নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয় : এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঘূর্ণিঝড় ‘শক্তি’ আঘাত হানতে পারে ২৩-২৮ মে’র মধ্যে, বাংলাদেশে বড় ধরনের ক্ষতির শঙ্কা নতুন সংবিধান প্রণয়নে সময় লাগবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা জরুরি : আসিফ নজরুল ফকিরহাটে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজ মিস্ত্রী নিহত তেল আবিবে জিম্মিদের মুক্তির দাবিতে হাজারো ইসরায়েলির বিক্ষোভ, গাজা যুদ্ধ বন্ধের আহ্বান বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ যশোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আটক ৬

❒ উপজেলা পরিষদ নির্বাচন

তৃতীয় ধাপের প্রতীক নিয়ে আজই প্রচারণায় নামবেন প্রার্থীরা
প্রকাশ : সোমবার, ১৩ মে , ২০২৪, ০১:৪৭:০০ পিএম , আপডেট : রবিবার, ১১ মে , ২০২৫, ১১:১৫:৫৯ এএম
কাগজ ডেস্ক:
GK_2024-05-13_6641c42f99de1.jpg

আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই তৃতীয় ধাপের ভোট উপলক্ষ্যে আজ সোমবার (১৩ মে) প্রতীক নিয়ে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন।
নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তারা অফিস চলাকালীন প্রতীক বরাদ্দ করবেন। এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণা। আইন অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচারণা। আগামী ২৯ মে এ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে ইসি জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জনসহ মোট ১ হাজার ৫৮৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে বাছাই, আপিল শেষে এ সংখ্যা বাড়তে বা কমতে পারে।
মোট প্রার্থীর মধ্যে ৫ জন রয়েছেন একক প্রার্থী। চট্টগ্রামের চান্দনাইশে মহিলা ভাইস চেয়ারম্যান, পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, যশোরের অভয়নগরে ভাইস চেয়ারম্যান ও সুনামগঞ্জের ছাতক মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছে।
এবার ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৭৬টি উপজেলায় চার ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। যে ১৯টি উপজেলা পরিষদে নির্বাচনের সময় হয়নি, পরে সেসব পরিষদে ভোট নেওয়া হবে।
তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ১৪৫টির মতো উপজেলায় ৮ মে ভোট হয়েছে। দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

আরও খবর

🔝