gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
যশোর বোর্ডের জয়জয়াকার
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মে , ২০২৪, ০৮:৩২:০০ এএম
:
GK_2024-05-13_6641ec2bedfdf.jpg

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট-এসএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে যশোর শিক্ষাবোর্ড। আর সর্বনিম্ন পাসের হার সিলেট বোর্ডের। রোববার দুপুর সাড়ে ১২টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করে এ তথ্য জানান যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর বিশ^াস শাহীন আহমেদ। ফলাফল সূত্রে জানা যায়, যশোর বোর্ডে এবারের এসএসসিতে পাসের হার ৯২ দশমিক ৩৩ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। এছাড়া, ঢাকা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫ শতাংশ, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশালে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।
এদিন বেলা ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার নিয়ম রয়েছে। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন। এসএসসিতে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন, দাখিলে ২ লাখ ৯০ হাজার ৯৪০ জন, এসএসসি (ভোকেশনাল) ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। এসব পরীক্ষার্থী সারা দেশে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
যশোর বোর্ডের এমন ঈর্ষণীয় ফলাফলে আমরা এবারের এসএসসিতে অংশ নেয়া সকল পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।

আরও খবর

🔝