gramerkagoj
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪ ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
ফ্রান্সের বর্ষসেরার পুরস্কার পেয়েছেন এমবাপে
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মে , ২০২৪, ০৭:১৯:০০ পিএম , আপডেট : বুধবার, ২৯ মে , ২০২৪, ০৩:০০:৩২ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-14_66436624c222d.JPG

কিলিয়ান এমবাপে প্যারিসে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন। গত রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটিই প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ঘরের মাঠ শেষ ম্যাচ ছিল তার। নিজে গোল করলেও দলকে জেতাতে পারেননি।
প্যারিস ছাড়ার আগে বড় একটি স্বীকৃতিও পেয়েছেন এমবাপে। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। সোমবার প্যারিসের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই স্বীকৃতি পান তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৪৪ গোল করে টানা পঞ্চমবার এই পুরস্কার জিতলেন এমবাপে।
এমবাপে পিএসজি ছাড়া ঘোষণা দিলে এখনো মৌসুম শেষ হয়নি। চলতি মৌসুমে এখনো তিন ম্যাচ বাকি আছে পিএসজির। এর মধ্যে ফরাসি লিগ ওয়ানের দু’টি ম্যাচ আর আগামী ২৫ মে ফ্রান্স কাপের ফাইনাল ম্যাচ আছে এমবাপেদের। তবে এসব ম্যাচে এমবাপেকে পাওয়ার আশা করছেন কোচ এনরিক।

আরও খবর

🔝