gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
যশোরে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মে , ২০২৪, ০৯:৩১:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৬ জুলাই , ২০২৪, ০৪:৪৯:৫৪ পিএম
ক্রীড়া সংবাদ:
GK_2024-05-14_6643846f9d45a.jpg

যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার রাত সাড়ে সাতটায় প্রেস ক্লাব যশোরের অডিটোরিয়ামে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়।
যশোরের ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটারদের আয়োজনে এ টুর্নামেন্ট হবে। আয়োজকরা জানান, টুর্নামেন্ট মাঠে গড়ানোর জন্য সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে জুন মাসের প্রথম সপ্তাহে। টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক ক্রিকেট, খেলোয়াড়দের মাঠে রাখা ও ক্রীড়ামোদী দর্শকদের মাঠমূখী করা। টুর্নামেন্ট উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের জন্য আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আবারও সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ শফিক রতন, কাজী মশিউর রহমান রন্টু, ক্রীড়া সংগঠক আসাদুজামান মিঠু, মাহাতাব নাসির পলাশ, এ এফ এম মঈনউদ্দীন রোম, বিসিবির জেলা প্রশিক্ষক প্রশিক্ষক আজিমুল হক, ক্রিকেট প্রশিক্ষক আসাদুল্লাহ খান বিপ্লব, কাজী শাহাদাত শাহারিয়ার পলাশ, সাবেক ক্রিকেটার মনিরুল হুদা খান মনি, ক্রীড়া সংগঠক এজাজ আহমেদ টিপু প্রমুখ।

আরও খবর

🔝