gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
২০২৬ সালে নারীদের প্রথম ক্লাব বিশ্বকাপ
প্রকাশ : বুধবার, ১৫ মে , ২০২৪, ০৬:১৯:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-15_6644a89f2de7f.JPG

২০২৬ সালে বসবে নারীদের প্রথম ক্লাব বিশ্বকাপের আসর। ঐ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে খেলা। বুধবার থাইল্যান্ডের ব্যাংককে কংগ্রেসে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। চার বছর পর পর এই আসর মাঠে গড়াবে। অংশ নেবে ১৬টি ক্লাব।
বিশ্বে নারী ফুটবল ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই ফিফার এই উদ্যোগ। গত বছরের ডিসেম্বরেই ফিফা ঘোষণা দিয়েছিল এটি। অবশেষে তা সাধারণ সভায় চূড়ান্ত হয়েছে। নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
যুক্তরাষ্ট্র অঞ্চলের চ্যাম্পিয়ন গোথাম এফসি, লাতিন অঞ্চলের মেয়েদের কোপা লিবারতাদোরেসের সেরা ব্রাজিলের করিন্থিয়াস। মহাদেশীয় অঞ্চলের চ্যাম্পিয়নরা ছাড়াও র‌্যাংকিংয়ের বিচারে অংশ নেবে বাকি ক্লাবগুলো।

আরও খবর

🔝