gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের যশোরে লাইলি-মজনুকেও হার মানালো রহিম-সোহাগীর প্রেম
মাগুরার অস্ত্রসহ চাচা ভাতিজা আটক
প্রকাশ : বুধবার, ১৫ মে , ২০২৪, ০৬:১৭:০০ পিএম
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
GK_2024-05-15_6644a9725a4c2.jpg

মাগুরার শ্রীপুরে দেশীয় তৈরী ২টি পাইপগানসহ চাচা মিন্টু বিশ্বাস (৩৯) ও ভাতিজা ইব্রাহিম বিশ্বাস(২৫) কে আটক করেছে র‍্যাব ৬ 

মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে উপজেলার খামারপাড়া গোরস্থান মোড় এলাকা থেকে তাদের দু'জনকেই অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত মিন্টু বিশ্বাস (৩৯) ও ভাতিজা ইব্রাহিম বিশ্বাস(২৫) ।

র‍্যাব ও পুলিশ জানান,উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা ও অস্ত্র, চুরি, ছিনতাইসহ ৪টি নিয়মিত মামলার আসামী মিন্টু বিশ্বাস এলাকার একজন চিহ্নিত  দুঃস্কৃতিকারী।  মিন্টু বিশ্বাসের নামে শ্রীপুর থানায় ৪টি নিয়মিত মামলা থাকার পরও সে বিভিন্ন ধরণের অপকর্মের সাথে জড়িত থেকে নতুন করে পুনরায় অবৈধ অস্ত্র কারবারের সাথে জড়িয়ে পড়ে। গোপন সোর্সের মাধ্যমে র‌্যাব-৬ বিষয়টি জানার পর মিন্টু বিশ্বাসের বিরুদ্ধে অভিযান শুরু করেন। সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যার পর শ্রীকোল ইউনিয়নের খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বায়তুন নুর মসজিদের পাশে পাঁকা রাস্তার উপর থেকে চাচা মিন্টু বিশ্বাস (৩৯)  ও  ভাতিজা ইব্রাহিম বিশ্বাস(২৫) কে আটকের পর তাদের নিকট থেকে দেশীয় তৈরী ২টি পাইপগান উদ্ধার করা হয়। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আটক মিন্টু বিশ্বাসের নামে এর আগেও অস্ত্র মামলাসহ ৪ টি মামলা রয়েছে। আটককৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

🔝