gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ১২ জুন
প্রকাশ : বুধবার, ১৫ মে , ২০২৪, ০৭:৩০:০০ পিএম , আপডেট : শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১০:৩৩:৫৯ এএম
ক্রীড়া সংবাদ:
GK_2024-05-15_6644b96be0d27.jpg

যশোর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে বুধবার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনার কমলেশ মজুমদার স্বাক্ষরিত তফশীল অনুযায়ী নির্বাচন হবে চলতি বছরের ১২ জুন।
যশোর জেলা ক্রীড়া সংস্থায় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি। দায়িত্বশীলরা গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলারদের নামের তালিকা যথা সময়ে নির্বাচন কমিশনের নিকট প্রেরণ করেননি। এর ফলে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়নি। দেখা দেয় জটিলতা। জাতীয় ক্রীড়া পরিষদের স্মারক নম্বর ৩৪.০৩.০০০০.০০২.৪৩.০০৫১২-৯১৬ তারিখ ১৮ এপ্রিল, ২০২৪ পত্র অনুযায়ী সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। এই কমিটি ৯০ দিনের মধ্যে জেলার বৃহৎ ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন করবেন। এডহক কমিটি নির্বাচন কমিশনার নিয়োগ করেছেন। এই নির্বাচন কমিশনার নির্বাচনী তফশীল ঘোষণা করেন।
সর্বশেষ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন হয়েছিল ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি। এ নির্বাচনে ক্রীড়া সংগঠকরা দু’টি গ্রুপে বিভক্তি হয়ে নির্বাচনে অংশ নেন। মল্লিক-সালেক-কবির ক্রীড়া উন্নয়ন প্যানেল থেকে ২৪ জন ও মকসেদ সফী-সরু চৌধুৃরি ও আসাদুজামান মিঠু প্যানেল থেকে তিনজন নির্বাচনে জয়ী হন।

আরও খবর

🔝