শিরোনাম |
বাগেরহাটের চিতলমারী উপজেলার উমাজুড়ি দক্ষিনপাড়ার একটি মাছের ঘের থেকে হানিফ সেখ (৫০) নামে এক কসাইয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ মে) সকালে উদ্ধার করা ওই মৃতদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত হানিফ সেখ ওই গ্রামের মৃত সরোয়ার শেখের ছেলে।
হানিফ শেখের চাচাতো ভাই ইউপি সদস্য আবু বক্কার জানান, হানিফ সেখ পাশর্^বর্তী পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায় মাংসের ব্যবসা করেন। সম্প্রতি তিনি বাড়িতে একটি মাছের ঘের করেছেন।
রোববার রাতের খাবার খেয়ে তিনি মাছের ঘেরে যান। এরপর তিনি বাড়ি ফিরে আসেননি। সোমবার সকালে স্থানীয়রা ওই ঘেরের মধ্যে হানিফ শেখকে মৃত অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়। বিষয়টি সাথে সাথে চিতলমারী থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে মৃতদহে উদ্ধার করে।
এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে হানিফের মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরের কোথাও আঘাতে চিহ্ন নাই। তবে তিনি কিভাবে মারা গেছেন, তা নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্ত করতে মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।