gramerkagoj
শুক্রবার ● ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
gramerkagoj
আইডিইবি’র উদ্যোগে পানি, স্যালাইন, বিস্কুট ও ক্যাপ বিতরণ
প্রকাশ : বুধবার, ২২ মে , ২০২৪, ০২:৫৪:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ৮ মে , ২০২৫, ০৯:০৩:৩৫ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-05-22_664db72eb3825.JPG

আইডিইবি যশোর জেলা শাখা নেতৃবৃন্দ পানি, স্যালাইন, বিস্কুট ও ক্যাপ বিতরণ করেছে। বুধবার সকালে পুরাতন পৌরসভার সামনে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এসব সামগ্রী গরীবদের মাঝে বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র হায়দার গণী খান পলাশ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সভাপতি হারুনুর অর রশিদ। সভাপতিত্ব করেন আইডিইবি জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন।
উপস্থিত ছিলেন আইডিইবির উপদেষ্ঠা এসএম আবু সুফিয়ান, সহসভাপতি এসএম আনোয়ারুল ইসলাম, শরিফুল হক বাদল, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক জাহিদুর রহমান, মহিলা সম্পাদিকা সাদিয়া শারমিন খান, সদস্য আব্দুল আলিম, সদর উপজেলা কমিটির সভাপতি সৈয়দ আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন।

আরও খবর

🔝