শিরোনাম |
ইউরোপের ৩ দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ বুধবার (২২ মে) একযোগে এই ঘোষণা দেন দেশ তিনটির প্রধানমন্ত্রী। দেশ তিনটির নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তির লক্ষ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবেন তারা। খবর আনাদোলু।
বুধবার নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস ঘার স্টোর বলেন, ‘একটি যুদ্ধের মধ্যে, হাজার হাজার নিহত ও আহত হওয়ার পর আমাদেরকে অবশ্যই বুঝতে হবে- এই সংঘাত একমাত্র সমাধান হচ্ছে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের জন্য দুটি রাষ্ট্র গঠন করা, যারা শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি বসবাস করবে।’
তিনি বলেন, ‘দুই রাষ্ট্রের সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি হবে না। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া দ্বি-রাষ্ট্র সমাধান হতে পারে না। অন্য কথায়, মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের জন্য একটি ফিলিস্তিন রাষ্ট্র একটি পূর্বশর্ত।’
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস ঘোষণা করেছেন, তার দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
বুধবার হ্যারিস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আয়ারল্যান্ড এবং ফিলিস্তিনের জন্য এটি একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ দিন। আমি নিশ্চিত যে আরও দেশ এই পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের সাথে যোগ দেবে।’
হ্যারিস আরও জানান, তিনি অন্যান্য অনেক নেতা এবং প্রতিপক্ষের সাথে এ বিষয়ে কথা বলেছেন।
অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার পক্ষ থেকে বলেছেন, তার দেশ আগামী মঙ্গলবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।
সানচেজ বলেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা শুনতে অস্বীকার করছেন কারণ তিনি বেসামরিক অবকাঠামোতে বোমা হামলা চালিয়ে যাচ্ছেন এবং গাজায় প্রয়োজনীয় ত্রাণ সহায়তা অবরুদ্ধ করছেন।
তিনি আরও বলেন ‘ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়া শেষ নয়, এটি কেবল শুরু’ এবং স্পেন আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ অব্যাহত রাখবে।’
এদিকে এই তিন দেশ এমন সিদ্ধান্তের পর, বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা মন্ত্রী ক্যারোলিন গেনেজ সামাজিক প্লাটফর্ম এক্সে লিখেছেন: ‘নরওয়ে এবং স্পেনের পরে, বেলজিয়ামকেও আজকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে৷ জোট সমঝোতার সাথে সঙ্গতি রেখে আমি আজ আবারও এর জন্য আবেদন করব। আমি সমস্ত সহকর্মীদের সমর্থনের উপর নির্ভর করি। আমরা যেন এই ঐতিহাসিক সুযোগ হাতছাড়া না করি।’
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্তে আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে।