gramerkagoj
শনিবার ● ১ নভেম্বর ২০২৫ ১৬ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম মোরেলগঞ্জে সরকারী সিরাজ উদ্দিন কলেজে ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ বিএনপি এবং ধানের শীষ প্রশ্নে সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে-রফিকুল ইসলাম শার্শায় ধানের শীর্ষকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকারের বিদায় সংবর্ধনা আওয়ামী লীগ নেতা শাহারুলকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা আদালতে সোপর্দ বর্তমান সরকারই জাতীয় সংকট তৈরি করেছে গণভোটের দাবি রাজনৈতিক স্বার্থ ও বিভ্রান্তির জন্য : নুর সারা দেশের জামায়াত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান মুজিবুর রহমানের চট্টগ্রাম জেলার ২৯ জুলাই যোদ্ধার নাম গেজেট থেকে বাদ রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ জন পলাতক ঘোষণা
এমপি আনোয়ারুলের মরদেহ পাওয়া যায়নি : কলকাতা পুলিশ
প্রকাশ : বুধবার, ২২ মে , ২০২৪, ০৫:০২:০০ পিএম , আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর , ২০২৫, ০৯:০৬:৩৯ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-05-22_664dd0ca3da20.jpg

চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে গিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে বাংলাদেশ পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তারও করেছে। পুলিশের সূত্রগুলো বলেছে, গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তবে বুধবার ভারতীয় ইংরেজি সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার যে ফ্লাটে এমপি আনোয়ারুল আজীম খুন হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে, সেখানে তার মরদেহ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এবিপি আনন্দ বলছে, বাংলাদেশ ও ভারতের পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউনের সঞ্জিভা গার্ডেন্সের যে অ্যাপার্টমেন্টে সর্বশেষ দেখা গিয়েছিল, সেখানে রক্তের দাগ পাওয়া গেছে।
ভারতীয় এই সংবাদমাধ্যম বলেছে, কলকাতায় আনোয়ারুল আজীম আনারের নিখোঁজ হওয়া ও কথিত হত্যাকাণ্ডের পরিস্থিতি এখনও রহস্যে ঘেরা। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এবিপি আনন্দ জানিয়েছে, তার মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতায় যান আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য। এরপর ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। পরে ১৮ মে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন সংসদ সদস্যের পরিচিত ভারতের বরানগরের বাসিন্দা গোপাল বিশ্বাস। নিখোঁজ হওয়া আনোয়ারুল আজিম আনারের খোঁজে তল্লাশি শুরু করে কলকাতা পুলিশ।
দেশটির আরেক সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতা পুলিশ বুধবার আনোয়ারুল আজীমের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। আওয়ামী লীগের এই নেতার মোবাইল ফোনও বর্তমানে বন্ধ রয়েছে। তবে বাংলাদেশি এই এমপি খুন হয়েছেন বলে ধারণা করছে কলকাতা পুলিশ। তার মরদেহ কলকাতার নিউ টাউন এলাকায় ফেলে রাখা হয়েছে। তল্লাশি অভিযানের সময় তারা নিউ টাউনের একটি ফ্লাটে রক্তের দাগও দেখতে পেয়েছেন।

আরও খবর

🔝