gramerkagoj
রবিবার ● ১১ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
gramerkagoj
কনকাশন বদলি থাকবে কোপা আমেরিকায়
প্রকাশ : বুধবার, ২২ মে , ২০২৪, ০৫:০৯:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-22_664dd3672d9d8.JPG

কোপা আমেরিকায় কনকাশন বদলির নিয়ম চালু করেছে দক্ষিণ আমেরিকান ফ’টবল কনফেডারেশন (কনমেবল)। কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে বাড়তি বদলি খেলোয়াড় নামাতে পারবে দলগুলো।
যুক্তরাষ্ট্রে আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যস্দ হবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর। কনমেবল জানায়, কোপা আমেরিকার পর তাদের অন্যান্য টুর্নামেন্টেও কার্যকর হবে কনকাশন বদলির নিয়ম।
এমনিতে ম্যাচে পাঁচ জন বদলির নিয়ম আছে এখন। এছাড়াও কোনো ফুটবলার মাথায় আঘাত পেলে ষষ্ঠ বদলি নামানো যাবে। এজন্য রেফারি বা চতুর্থ অফিসিয়ালকে অবহিত করতে হবে এবং একটি গোলাপী কার্ড ব্যবহার করা হবে।
মাথায় আঘাতের বেশ কিছু ঘটনার পর ফুটবলে কনকশন বদলি ব্যবহারের আহ্বান জানায় কয়েকটি দাতব্য সংস্থা। ফুটবলের নিয়ম তৈরির সংগঠন আইএফএবি মার্চ মাসে ফুটবলের আইনে সেগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

আরও খবর

🔝