gramerkagoj
রবিবার ● ১১ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
gramerkagoj
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় শান্তর
প্রকাশ : বুধবার, ২২ মে , ২০২৪, ০৫:৪৩:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-05-22_664dda8797c63.jpg

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ ছিল টাইগাররা। বিশ্বকাপের আগে এমন পরাজয় নিয়ে সমালোচনা সর্বত্র। বরাবরের মতো ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দলনেতা শান্ত।
টেস্ট খেলা দেশগুলোর মধ্যে এর আগে যে শুধুমাত্র আয়ারল্যান্ডকে হারাতে পেরেছে যুক্তরাষ্ট্র। এবার হারালো বাংলাদেশকে। তাও আবার পাঁচ উইকেট হাতে রেখে। এ জন্যই সমালোচনার ঝড়টা বেশ বড়ই। নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে এতো কম রান তোলা কতটা মানানসই এমন প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে।
ব্যাটিং প্রশ্নে নাজমুল হোসেন শান্ত জানান, দুশ্চিন্তার কিছু নেই । প্রত্যেকটা ব্যাটার তাদের স্কিল নিয়ে কাজ করছে। আমরা সবাই জানি যে টপ অর্ডারদের ভালো খেলতে হবে। ব্যাটিং ইউনিট নিয়ে আমাদের সবারই দায়িত্ব¡ সমান। ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে। আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করতে পারবে সবাই।
যুক্তরাষ্ট্রের মাটিতে সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, এসব নিয়ে কোনো অজুহাত নেই। যেরকম ফ্যাসিলিটি আছে এগুলোর মধ্যেই খেলতে হবে আমাদের। আমরা জানি না বিশ্বকাপ শুরু হলে কি পরিস্থিতি থাকবে। এটা সবাই এডজাস্ট করছে এবং এটা নিয়ে কারও কোনো অজুহাত নেই।

আরও খবর

🔝