gramerkagoj
রবিবার ● ১৬ জুন ২০২৪ ২ আষাঢ় ১৪৩১
gramerkagoj

❒ আহমেদাবাদ স্টেডিয়ামে কেকেআর ম্যাচে হৈ-চৈ

হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ খান
প্রকাশ : বুধবার, ২২ মে , ২০২৪, ০৭:৪৩:০০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-05-22_664df6a756b08.jpg

মঙ্গলবার আহমেদাবাদ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন শাহরুখ খান। তারপর গরমে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন।
ওইদিন কলকাতা নাইট রাইর্ডাসের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হন কিং খান। সারাদিন প্রায় মাঠেই ছিলেন শাহরুখ। নাইট রাইডার্স জেতার পর মাঠে নেমে উদ্যাপন করতে দেখা যায় তাঁকে। এরপর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। আহমেবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জানা যাচ্ছে অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েন কিং খান।

আরও খবর

🔝