gramerkagoj
রবিবার ● ১৬ জুন ২০২৪ ২ আষাঢ় ১৪৩১
gramerkagoj

❒ মৃতদেহের টুকরো ডিএনএ টেস্টে

দুশ’ কোটির প্রজেক্ট নিয়ে কলকাতার ফ্লাটে চলছিল আলোচনা, পরেই খুন এমপি আনার!
প্রকাশ : বুধবার, ২২ মে , ২০২৪, ০৯:১৭:০০ পিএম , আপডেট : শনিবার, ১৫ জুন , ২০২৪, ০৩:১৩:২০ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-05-22_664e0cfcc1d3c.jpg

কলকাতা নিউটাউনের সঞ্জিবা গার্ডেনের ফ্ল্যাটে ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা নিয়ে পুলিশি তদন্তে নানা তথ্য উঠে এসেছে। এ ঘটনা কলকাতা ও বাংলাদেশে ব্যাপক আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
কলকাতার সাংবাদিক সুকান্ত চট্টোপাধ্যায় এ হত্যাকান্ডের খোঁজ নিতে গিয়ে বিভিন্ন তদন্ত সংস্থার মাধ্যমে জানতে পেরেছেন, গত ১৩ মে বাংলাদেশের এমপি আনার খুন হতে পারেন বলে কলকাতা পুলিশ ধারনা করছে। তিনি কোনো পাচারচক্রের খপ্পরে পড়ে থাকতে পারেন। ওই ফ্লাটে তাদের প্রায় ২০০ কোটি টাকার প্রজেক্ট নিয়ে আলোচনা চলছিল বলে পুলিশ ক্লু পেয়েছে। এই চক্রের সাথে মোট ৬ জন জড়িত বলেও ধারনা করছেন তারা। এদের মধ্যে বাংলাদেশি যেমন রয়েছে, আছে ভারতীয় নাগরিকও।
স্থানীয় পুলিশের কাছে পাওয়া তথ্য, আনোয়ারুল আজীম যখন তার বন্ধুর বাসা থেকে বের হন, তখনও তার সাথে বেশ কয়েকজন দেখা করেন। তার সাথে কথাও বলেন তারা। পরে তাদের সাথে একটি গাড়িতে করে চলে যান তিনি।
এদিকে, এমপি আনারের মরদেহের খন্ডিত অংশ ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে ভারতীয় পুলিশ। রিপোর্ট পাওয়ার পর বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১১ মে চিকিৎসার জন্য ভারত যান আনোয়ারুল আজীম আনার। ওইদিন চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন বর্ডার হয়ে তিনি ভারতে গিয়েছিলেন। সেখানে যাবার পর যোগাযোগ ছিল পরিবারের সঙ্গে। কিন্তু হঠাৎই লাপাত্তা হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা ১৯ মে বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে যান এবং পুরো ঘটনা জানান। এরপর থেকে তাকে উদ্ধারে কাজ করছিল দু’দেশের পুলিশ।

আরও খবর

🔝