gramerkagoj
রবিবার ● ১৬ জুন ২০২৪ ১ আষাঢ় ১৪৩১
gramerkagoj
যশোরে ৩শ’৬০ কেজি জেলি পুশ চিংড়ি জব্দ করে ধ্বংস
প্রকাশ : বুধবার, ২২ মে , ২০২৪, ১০:০৪:০০ পিএম , আপডেট : শনিবার, ১৫ জুন , ২০২৪, ১১:৫৪:২৫ এ এম
কাগজ সংবাদ:
GK_2024-05-22_664e17bf010ad.jpg

র‌্যাব ৬ যশোরের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যশোরে ৩শ’৬০ কেজি জেলি পুশ চিংড়ি জব্দ করা হয়েছে। এছাড়া তাৎক্ষনিকভাবে তা ধ্বংসও করেছে অভিযানিক টিম। অস্বাস্থ্যকর জেলিপুশ করা ওই চিংড়ি বাজারজাত করার জন্য পরিবহনে সহায়তা করার অপরাধে চিংড়ি মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র‌্যাব ৬ সিপিসি ৩ যশোর ক্যাম্পের সদস্যরা ২২ মে বিকেলে খবর পান বিপুল পরিমাণ চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে অপদ্রব্য জেলি পুশ করে মাছের ওজন বৃদ্ধি করছে একটি চক্র। আরো তথ্য পান অস্বাস্থ্যকরভাবে বাজারজাতের জন্য বিপুল পরিমান জেলি পুশ চিংড়ি নিয়ে ১ টি মিনিট্রাক খুলনা থেকে পাবনার উদ্দেশ্যে রওনা করেছে। এসময় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এদিন বিকেল সাড়ে ৫টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত অভিযান চলে কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্কোয়াড কমান্ডার এএসপি হাবিবুর রহমান ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষের সমন্বয়ে। র‌্যাবের আভিযানিক দলটি বকচর মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি মাছ ভর্তি ট্রাকটি থামিয়ে তল্লাশী করেন। ট্রাকের মধ্যে রাখা ক্যারেট ভর্তি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করেছে কিনা তা পরীক্ষাও করা হয়। এ সময় (রেজি নং ঢাকা মেট্টো ণ-১৯-৬০৭৮) ট্রাকটিতে ১৮ টি ক্যারেট ভর্তি ৩শ’৬০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ মেলে। এ ঘটনায় মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা ১৯৯৭ (সংশোধিত বিধিমালা ২০০৮) এর বিধি ক্ষমতা বলে ওই চিংড়ি জব্দ করা হয়। এ সময় মা ফিসের মালিক পাইকগাছা শামুকপোতার প্রশান্ত মন্ডলকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর

🔝