gramerkagoj
রবিবার ● ১১ মে ২০২৫ ২৮ বৈশাখ ১৪৩২
gramerkagoj

❒ সম্পাদক হতে চান সাবেক ছাত্রলীগ নেতা সৌমেন

নড়াইল জেলা যুবলীগের সম্মেলন মিলনমেলায় পরিণত হবে ২৮ মে
প্রকাশ : শনিবার, ২৫ মে , ২০২৪, ১১:০৬:০০ পিএম , আপডেট : শনিবার, ১০ মে , ২০২৫, ০৫:৪১:০৬ পিএম
আব্দুল কাদের, নড়াইল:
GK_2024-05-25_66521c7dbef7f.jpg

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক সৌমেন বসু জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হতে চান। জেলা সম্মেলন উপলক্ষে এক একান্ত সাক্ষাতকারে তিনি এ কথা জানিয়েছেন। এ পদ প্রত্যাশী বর্তমানে প্রায় ডজন খানেক নেতাকর্মী।
স্থানীয় ও কেন্দ্রিয় যুবলীগের অনেকেই তাকে এ পদে নির্বাচিত করতে প্রচার প্রচারণা চালাচ্ছেন। বিগত দিনে ছাত্রলীগকে সুসংগঠিত করতে তার অবদানের কথা এবং রাজনীতির মাঠে তার ত্যাগের কথা অনেকেই তুলে ধরছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ২৮ মে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৯৯৫ সালের পর ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনকে ঘিরে নড়াইলের যুবলীগ নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যম ও উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে অনেকেই বড় দু’টি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন। তাদের কেউ কেউ স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের সাথে লবিং গ্রুপিং চালিয়ে যাচ্ছেন কাঙ্খিত পদটি পেতে।
সাক্ষাতকারে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সেীমেন বসু জানান, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন। সকলের দোয়া ও আশীর্বাদে নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। ওয়ান ইলেভেন এর কঠিন সময়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলন করতে গিয়ে কারাবন্দী হয়েছিলেন। বলিষ্ঠতার সাথে ছাত্রলীগের নেতৃত্ব দিতে গিয়ে বিরোধি দলের রোষানলে পড়ে চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। তারপরও সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। জেলা ছাত্রলীগকে সুসংগঠিত করে জেলা ও কেন্দ্রিয় পর্যায়ে ব্যাপক পরিচিত ও সুখ্যাতি অর্জন করেন। ছাত্রলীগে নেতৃত্ব দিয়ে দীর্ঘদিন তিনি যুবলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে আছেন। স্থানীয় ও কেন্দ্র ঘোষিত প্রতিটি কর্মসূচীতে তার সরব উপস্থিতি জেলা ও কেন্দ্রিয় নেতৃবৃন্দের নজর কেড়েছে। পূর্বাভিজ্ঞতা কাজে লাগিয়ে জেলা যুবলীগকে আরোও গতিশীল করতে তিনি জেলা যুবলীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী। রাজনীতির মাঠে স্বাচ্ছন্দ পথচলায় তিনি সংশ্লিষ্ট সকলের দোয়া আর্শিবাদ ও সহযোগিতা কামনা করেছেন। এ সম্মেলনের মাধ্যমে সুযোগ্য নেতৃত্ব পেয়ে সুসংগঠিত হয়ে এগিয়ে যাবে নড়াইল জেলা আওয়ামী যুবলীগ এ প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, নড়াইলে যুবলীগের সম্মেলন হোক স্মরণকালের সেরা রাজনৈতিক মিলনমেলা। এ সম্মেলনে রাজনৈতিক কর্মীদের ঢল নামবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও খবর

🔝