gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ জন সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড

❒ চ্যালেঞ্জ কাপ বাস্কেটবল প্রতিযোগিতা

প্রথম দিনে নেভী ও সেনাবাহিনীর জয়
প্রকাশ : রবিবার, ২৬ মে , ২০২৪, ০৮:১০:০০ পিএম , আপডেট : শুক্রবার, ২৭ জুন , ২০২৫, ১১:৫২:১৩ এএম
ক্রীড়া সংবাদ:
GK_2024-05-26_6653430843373.jpg

যশোরে রোববার শুরু হয়েছে প্রথমবারের মত চ্যালেঞ্জ কাপ বাস্কেটবল প্রতিযোগিতা। আর এদিনে জয় পেয়েছে বাংলাদেশ নেভী ও বাংলাদেশ সেনাবাহিনী। তাদের কাছে পরাজিত হয়েছে যথাক্রমে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বিমান বাহিনী।
সকাল সাড়ে সাতটায় জিমনেসিয়াম সংলগ্ন বাস্কেটবল গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ পুলিশ ও দীর্ঘ ১২ বছর ধরে শীর্ষস্থান ধরে রাখা বাংলাদেশ নেভী। নিজেদের শ্রেষ্ঠত্ব এ ম্যাচে ধরে রাখে নেভীর খেলোয়াড়রা। তারা ৮২-৬০ স্কোরে পরাজিত করে।
এ ম্যাচের প্রথম কোয়াটারে বাংলাদেশ নেভী ২৩-১১, দ্বিতীয় কোয়াটারে ২১-১৩, তৃতীয় কোয়াটারে ২৫-১৬ ও শেষ অর্থাৎ চতুর্থ কোয়াটারে ১৩-২০ স্কোর করে।
বিকেল সাড়ে চারটায় প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচটি আবহাওয়া অনুক‚লে না থাকায় অনুষ্ঠিত হয় জিমনেসিয়ামে। লড়াইয়ে অবতীর্ণ হয় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী। ম্যাচটিতে সেনাবাহিনী আধিপত্য বজায় রেখে ৮১-৪৮ স্কোরে জয় তুলে নেয়।
সেনাবাহিনী প্রথম কোয়াটারে ২৪-১৬, দ্বিতীয় কোয়ার্টারে ১২-১২, তৃতীয় কোয়ার্টারে ২২-১৫ ও চতুর্থ কোয়ার্টারে ২৩-৫ স্কোর গড়ে।
এ ম্যাচে বেশ কয়েকবার উভয় দলের খেলোয়াড়রা খেলার শৈলী প্রদর্শনের চাইতে দৈহিক শক্তি প্রদর্শন করতে দেখা গেছে। খেলা পরিচালনাকারীরা তৎপর থাকায় কোন অঘটন ঘটেনি। উল্লেখযোগ্য সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের উদ্যোগে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, নৌবাহিনী ও বিকেএসপি অংশগ্রহণ করছে। দলগুলো প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে মুখোমুখি হবে।
আগামীকাল সোমবার প্রতিযোগিতার দু’টি খেলা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ নেভী ও বিকেএসপি। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে চারটায়।

আরও খবর

🔝