বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ ৬ আশ্বিন ১৪৩০
                
                
☗ হোম ➤ দক্ষিণ-পশ্চিমাঞ্চল
সাত মামলার আসামি আরিফ আটক
কাগজ সংবাদ:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১০:১৫ পিএম |
যশোরে এক ব্যবসায়ীকে আটকে রেখে মারপিটের অভিযোগে শংকরপুরের আরিফুল ইসলাম আরিফকে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার গভীর রাতে সাত মামলার আসামি আরিফের শংকরপুরের অফিস থেকে ভিকটিম শওকত হায়াত মামুনকে উদ্ধার ও আরিফকে আটক করা হয়। আরিফ ওই এলাকার সৈয়দ মনিরুল ইসলামের ছেলে।  এ সময় আরিফের সহযোগী বারান্দিপাড়ার সনি পালিয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ব্যবসায়ী শওকত হাসান মামুনের জামাই ইমরান খান বাদী হয়ে আরিফ, সনিসহ অজ্ঞাত আরও ৪-৫জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। 
মামলায় মামুন উল্লেখ করেন, তার শ্বশুর মাগুরার মোহাম্মদপুরের শওকত হায়াত মামুন যশোরে দীর্ঘ তিনবছর ছিলেন। সেসময় আরিফের সাথে পরিচয় হয়। এরমাঝে তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন শুরু হয়। ব্যবসায়িক কারণে সাড়ে চারলাখ টাকা আরিফের কাছ থেকে নেন মামুন। গত ৬ জুন সকালে মাগুরা থেকে ব্যবসায়ী কাজে যশোরের উদ্দেশ্যে রওনা দেন মামুন। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরে জামায় র‌্যাবের কাছে অভিযোগ করেন। পরবর্তিতে র‌্যাবের বিশেষ একটি টিম অভিযান চালিয়ে বুধবার আরিফের অফিস থেকে মামুনকে উদ্ধার করা হয়। একই সাথে আটক করা হয় আরিফকে। পরে মামুন জানায়, ওইদিন দুপুর ১২ টায় দড়াটানা থেকে আরিফ, সনিসহ অন্য আসামিরা তাকে আটকে রেখে সাড়ে চারলাখ টাকা দিতে বলে। এ টাকা পরে দেয়ার কথা বললেই মামুনকে আসামিরা শংকরপুর আরিফের অফিসে নিয়ে আটকে রেখে বেধড়ক মারপিট করে। এক পর্যায় হত্যার হুমকিও দেয়। পরে র‌্যাব যেয়ে তাকে উদ্ধার করে। 
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজুল হক বলেন, আরিফ চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।



গ্রামের কাগজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


সর্বশেষ সংবাদ
বঙ্গমাতায় বসতপুর বঙ্গবন্ধুতে ধোপাদী স্কুল চ্যাম্পিয়ন
শেখ হাসিনা সেদিন সীমান্ত খুলে না দিলে কী হতো!
প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ, একশ’ অর্থনৈতিক অঞ্চল বদলে দিচ্ছে দেশের অর্থনীতি
অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত বরিশাল বিএনপি, দলীয় রোড মার্চ কর্মসূচিতে সংঘর্ষের শঙ্কা
বিশ্বের সবচেয়ে ছোট ক্যামেরা
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে তারসহ ৩ চোর আটক
২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যশোরেই চালু হলো পরমাণু চিকিৎসা কেন্দ্র
বেশি শসা খাওয়া বিপজ্জনক!
দুদকের মামলায় খোলাডাঙ্গার লুৎফর কারাগারে
অবৈধ দখলদারের কারণে শুরু করা যাচ্ছে না নতুন ভবন নির্মাণের কাজ
রাজকে ৪ কারণে ডির্ভোস দিলেন পরীমণি
যশোরে একটি রাস্তার অপমৃত্যু
দেশজুড়ে বৃষ্টিপাত হতে পারে তিন দিন
আমাদের পথচলা | কাগজ পরিবার | প্রতিনিধিদের তথ্য | অন-লাইন প্রতিনিধিদের তথ্য | স্মৃতির এ্যালবাম
সম্পাদক ও প্রকাশক : মবিনুল ইসলাম মবিন | সহযোগী সম্পাদক : আঞ্জুমানারা
পোস্ট অফিসপাড়া, যশোর, বাংলাদেশ।
ফোনঃ ০২৪৭৭৭৬২১৮০, ০২৪৭৭৭৬২১৮১, ০২৪৭৭৭৬২১৮৩ বিজ্ঞাপন : ০২৪৭৭৭৬২১৮৪, ই-মেইল : [email protected], [email protected]
কপিরাইট © গ্রামের কাগজ সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft