gramerkagoj
শুক্রবার ● ৯ মে ২০২৫ ২৬ বৈশাখ ১৪৩২
gramerkagoj
ঈদুল আজহা কবে আজ জানা যাবে
প্রকাশ : শুক্রবার, ৭ জুন , ২০২৪, ১২:০৭:০০ পিএম , আপডেট : বৃহস্পতিবার, ৮ মে , ২০২৫, ০৯:০৩:৩৫ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-06-07_66629d610013f.jpg

১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে সভা করবেন। এ সভা থেকে জানা যাবে বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত কবে হবে। সভায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান সভাপতিত্ব করবেন।
বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫ নম্বরে টেলিফোনে জানানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। এছাড়া ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ এবং ০২-৪১০৫০৯১৭ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ এবং ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স পাঠানোর জন্যও বলা হয়েছে।
অথবা, তারা নিজ নিজ জেলার জেলা প্রশাসক বা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।

আরও খবর

🔝