gramerkagoj
শুক্রবার ● ১৪ জুন ২০২৪ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১
gramerkagoj
নোরা ফাতেহির ব্যাগের দাম কত?
প্রকাশ : শুক্রবার, ৭ জুন , ২০২৪, ০৩:৪১:০০ পিএম , আপডেট : রবিবার, ৯ জুন , ২০২৪, ০৯:১৯:৩৩ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-06-07_6662d27d63a36.jpg

বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কানাডা থেকে প্রায় খালি হাতেই পা রেখেছিলেন মুম্বাইয়ের মাটিতে। ধীরে ধীরে নিজের দক্ষতায় সব তৈরি করে নিয়েছেন।
‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। এ কারণেই ভারত ছাড়িয়ে তার পরিচিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব নোরা। বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রায়ই ভক্তদের জন্য তার ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন।
আরব সাগরের পাড়ে যে বাড়িটিতে নোরা থাকে তার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এই বাড়ির ইন্টেরিয়র ডিজাইন করেছেন পিটার মারিনো।
এই অভিনেত্রীর একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, স্টুডিও থেকে বের হচ্ছেন তিনি। ওই সময় তার হাতে একটি ব্যাগ দেখা যায়। সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে তার ব্যাগটি। কারণ ব্যাগটির মূল্য নাকি ৪০ লাখ টাকারও বেশি!
সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, নোরার ব্যাগটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড হার্মিস। হার্মিস বার্কিন বিস্কুট সুইফট ব্যাগটির মূল্য ২৯ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ ৭৪ হাজার টাকারও বেশি।
হার্মিসের ওয়েবসাইট ভিজিট করেও হার্মিস বার্কিন ব্যাগটি পাওয়া যায়। নোরা যে ব্যাগটি ব্যবহার করছেন, এটা ছাড়াও একই মডেলের ব্যাগটির কালো ও নেভি ব্লু রঙের দুটো চামড়ার ব্যাগ রয়েছে। তবে ওয়েবসাইটে ব্যাগটির মূল্য উল্লেখ করা নেই।
নোরা ফাতেহি বলিউডে কেবল আইটেম গানেই সীমাবদ্ধ নেই। অভিনয়েও সরব হয়েছেন। চলতি বছরের মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ক্র্যাক’। আদিত্য দত্ত পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রের অভিনয় করেন অর্জুন রাম পাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি। এছাড়াও বেশ কয়েকটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

আরও খবর

🔝