gramerkagoj
সোমবার ● ২৪ মার্চ ২০২৫ ১০ চৈত্র ১৪৩১
gramerkagoj
আগামীকাল অনুনুশীলনে নামবে বাংলাদেশ
প্রকাশ : রবিবার, ৯ জুন , ২০২৪, ০৭:২৬:০০ পিএম , আপডেট : রবিবার, ২৩ মার্চ , ২০২৫, ০৯:৫৬:০৮ এএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-09_6665b419b499a.JPG

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রæপ পর্বের শেষ ম্যাচ ১১ জুন। লেবানন ম্যাচটি আয়োজন করছে নিরপেক্ষ ভেন্যু কাতারে। এই ম্যাচটি আল সাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এক সপ্তাহ আগে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচের ভেন্যু পরিবর্তন করে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানান্তর করেছে।
বিশ্বকাপের ভেন্যু খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম। সেই ভেন্যুতেই বাংলাদেশ ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। যা বিশেষ একটি ঘটনা। আগামীকাল সোমবার সেই ভেন্যুতে অনুশীলন করবেন জামাল ভূঁইয়া। কাতার থেকে এমনটাই জানিয়েছেন বাফুফের মিডিয়া কর্মকর্তা খালিদ মাহমুদ নওমী। স্টেডিয়াম পরিবর্তন হলেও ম্যাচের সময় পরিবর্তন হয়নি। স্থানীয় সময় সন্ধ্যা সাতটা ও বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
কাতার ২০২২ বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল। বিশ্বকাপের অন্যতম ভেন্যু ছিল খলিফা আন্তর্জাতিক স্টেডিয়াম। এই স্টেডিয়ামে দুই মাস আগে যুব এশিয়া কাপেরও ভেন্যু ছিল।

আরও খবর

🔝