gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
আজ বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা
প্রকাশ : সোমবার, ১০ জুন , ২০২৪, ০৭:০০:০০ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-06-10_6666fbfa2a2d4.jpg

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। আজ রাত সাড়ে আটটায় দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ‘ড্রপ ইন পিচ’ এবার শুরু থেকেই ফাস্ট বোলারদের পক্ষে। ম্যাচের আগে সুখরব বাংলাদেশ শিবিরে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। আজকের ম্যাচে তাকে খেলানোর ইংগিত রয়েছে। শরিফুল খেললে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব।
এই ভেন্যুতে আগে ব্যাট করে কোন দলই লড়াকু পুঁজি গড়তে পারেনি। উল্টো মুখ থুবড়ে পড়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই আজ সোমবার বাংলাদেশের সাথে একই মাঠে একই সময়ে টস জিতে আগে বোলিং করতে চাইবে দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের ভক্ত ও সমর্থক সবার চাওয়া টসে জয় পায় বাংলাদেশ। টস জিততে না পারলে নিউইয়র্কের ড্রপ ইন পিচের বাড়তি গতি, বাউন্স ও সুইংয়ে বিপর্যয় ঘটতে পারে বাংলাদেশের ব্যাটারদের।
এতদিন জানা ছিল, ড্রপ ইন পিচ মূলত ¯øথ ও মন্থর গতির খানিক নির্জিব পিচ হয়। কিন্তু নাসাউ স্টেডিয়ামের এই ড্রপ ইন পিচের আচরণ অনেকটাই ভিন্ন। খানিক পাগলাটে। ড্রপইন পিচ মানেই মাটির উইকেটের মাটিরই একটি ¯ø্যাব ভিন্ন জায়গায় তেরি করে একদম ওপরের স্তরে বসানো উইকেট।
তাতে করে ড্রপ ইন পিচের ওপরের স্তরের সাথে মূল স্তরের একটা সূক্ষè ফারাক থাকে। এ কারণেই উইকেটের গতি কমে যায়। কিন্তু নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামের উইকেটের গতি কম নয়। অনেক বেশি। অনেক আনইভেন বাউন্স আছে, যা পেস বোলারদের জন্য অনেক কার্যকরি। তাই এ পিচ এখন পেসারদের অনুকুল ক্ষেত্রে পরিণত হয়েছে।

আরও খবর

🔝