gramerkagoj
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম এমএলএসএস রেকসোনাকে বিদায় সংবর্ধনা প্রদান যশোরে প্রিন্স ডায়াগনস্টিক সেন্টারের মালিকের বিরুদ্ধে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ ‘দেড় হাজারে পাখির বাসাও হয় না, জাতি গড়ার কারিগরদের বাসা কী করে হবে?’ ২৪ দিন ওসি শূণ্য যশোরের বেনাপোল পোর্ট থানায়, তদন্ত ওসি নেই ৫ বছরের উপরে যশোরে ফাঁকা বাড়ি পেয়ে গৃহকর্মীর পাঁচ লাখ টাকার মালামাল লুট, আদালতে মামলা বেসরকারি শিক্ষকদের চলমান আন্দোলনে ঝিকরগাছা শিক্ষক সংগঠনের একাত্মতা ঘোষণা, কর্মবিরতি পালন চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ছয়জনের মৃত্যু পিআর পদ্ধতি নিয়ে জল ঘোলা করছে জামায়াত : রিপন মণিরামপুরে দূর্যোগ প্রশমন দিবসের র‍্যালি ও আলোচনা সভা যশোরে আরএন রোডের খালেদা হত্যা মামলায় পালিত ছেলে শামস বিনের বিরুদ্ধে চার্জশিট

❒ এমপি আনার খুন

কলকাতার ফ্লাটের সেপটিক ট্যাংকে উদ্ধারকৃত মাংসের টুকরো মানুষের
প্রকাশ : সোমবার, ১০ জুন , ২০২৪, ০৭:৩৯:০০ পিএম , আপডেট : সোমবার, ১৩ অক্টোবর , ২০২৫, ১২:৩৮:০৯ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-06-10_666702396a181.png

ভারতের কলকাতায় খুন হওয়া বাংলাদেশের ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার তদন্তকালে সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে উদ্ধারকৃত মাংসের টুকরোগুলো মানুষের বলে জানা গেছে। তবে সেটি এমপি আনারেরই কি না তা এখনো নিশ্চিত নয় সিআইডি। ডিএনএ পরীক্ষার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত ১২ মে কলকাতায় গিয়ে খুন হন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজীম আনার। অভিযুক্তদের স্বীকারোক্তি সূত্রে জানা যায়, হত্যার পর টুকরো টুকরো করা হয় এমপি আনারের নিথর দেহ। এরপর মাংসের টুকরো ফেলা হয় সঞ্জীবা গার্ডেনসের কমোডের ভেতর এবং পার্শ্ববর্তী বাগজোলা খালে ফেলা হয় হাড়গুলো।
টানা অভিযান চালিয়ে গত রোববার কলকাতার কৃষ্ণমাটি সেতু সংলগ্ন এলাকার বাগজোলা খাল থেকে কিছু হাড় উদ্ধার করেছে সিআইডি। সঙ্গে ছিল পুলিশ ও নৌবাহিনীর ডিএমজি টিম।
উদ্ধারকৃত হাড়গুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মানুষের হলে সেগুলো এমপি আনারের কি না তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হতে পারে।
এমপি আনার হত্যা মামলার তদন্তে কলকাতায় গিয়ে সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক ভাঙতে অনুরোধ জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ। সেই অনুসারে সেপটিক ট্যাংক ভেঙে গত ২৮ মে বেশ খানিকটা মাংসের টুকরো উদ্ধার করে সিআইডি। পচে যাওয়া মাংসের টুকরোগুলো মানুষের কি না তা জানতে পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়।
ঢাকায় ফেরার আগে সাংবাদিকদের হারুন অর রশীদ বলেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিকে অনুরোধ করে কমোড, সেপটিক ট্যাংক ও স্যুয়ারেজ লাইন পরীক্ষা করা হয়। এরপরেই সেপটিক ট্যাংক থেকে কয়েক টুকরো মাংস পাওয়া হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া মাংস এমপি আনারের মনে করা হলেও এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে ফরেনসিক এবং ডিএনএ টেস্ট জরুরি। নমুনা এরই মধ্যে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (সিএফএসএল) পাঠানো হয়েছে। প্রয়োজনে ডিএনএ টেস্টও করা হবে।
সূত্র বলছে, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে, সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে উদ্ধারকৃত মাংসের টুকরোগুলো মানুষের। কিন্তু এ মাংস ও হাড়গোড় এমপি আনারের কি না তা জানতে এখন ডিএনএ পরীক্ষা করা হবে। সেক্ষেত্রে এমপি আনারের মেয়ে অথবা তার ভাইয়ের রক্তের নমুনা নেওয়া হতে পারে। সে কারণে বাংলাদেশে অবস্থানরত এমপি আনারের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি সূত্র।

আরও খবর

🔝