শিরোনাম |
‘বাঁচলে কৃষক বাঁচবে দেশ, উন্নয়নে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের চৌগাছায় শক্তি ফাউন্ডেশনের সহযোগিতায় ও ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে ৪’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে এ উপলক্ষে উপজেলা চত্ত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা।
অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর হেড অব এ্যাডমিনিস্ট্রেশন শরীফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হোসাইন, ঢাকা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান পলাশ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এগ্রিকালচার ব্যাংকিং ইউনিটের প্রধান কাতেবুর রহমান, শক্তি ফাউন্ডেশনের উপ-পরিচালক মিনহাজ মহসিন মিশু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শক্তি ফাউন্ডেশনের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম কোর্ডিনেটর অনুপমা নিলয়া ত্রয়ী।
শেষে প্রধান অতিথি কৃষকদের মাঝে কৃষি উপকরণ সার, বীজ ও কীটনাশক বিতরণের উদ্বোধন করেন।