gramerkagoj
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫ ১০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুন , ২০২৪, ১১:১৬:০০ এএম , আপডেট : রবিবার, ২২ জুন , ২০২৫, ১০:২৯:৫৮ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-06-11_6667dd42455de.jpg

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুর গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পথে আছেন।
মঙ্গলবার (১১ জুন) সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি জানিয়েছেন।
ওবায়দুল কাদেরকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৫৮৪ ফ্লাইটটি সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও সেটি ২১ মিনিট বিলম্বে ৮টা ৫১ মিনিটে উড্ডয়ন করে। আনুমানিক দুপুর ২টা ৩২ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুরে পৌঁছার কথা আছে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শিগগিরই তিনি ঢাকায় ফিরবেন।

আরও খবর

🔝