gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের যশোরে লাইলি-মজনুকেও হার মানালো রহিম-সোহাগীর প্রেম
রাশিয়ান বোমারু বিমান বিধ্বস্ত, ক্রু নিহত
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুন , ২০২৪, ১২:৩৭:০০ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-06-11_6667f0c4735ef.jpg

রাশিয়ার যুদ্ধ বিমান এসইউ-৩৪ নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় কারিগরি ত্রুটির কারণে ককেশাস পর্বতে বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানটির ক্রু নিহত হয়েছেন। তবে বিমানটির আরোহী কতজন ছিলেন, তা জানা যায়নি।
মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান এসইউ-৩৪ বোমারু বিমান নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় কারিগরি ত্রুটির কারণে ককেশাস পর্বতে বিধ্বস্ত হয়েছে এবং এর আরোহী ক্রুর মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থাগুলো জানিয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলেছে, ‘নর্থ ওসেটিয়া-আলানিয়া প্রজাতন্ত্রে পাহাড়ি এলাকায় রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সের একটি এসইউ-৩৪ বিমান নির্ধারিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়।’
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘বিমানটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তস্থলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ক্রু নিহত হয়েছেন।’
অবশ্য বিমানটিতে কতজন ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, অত্যাধুনিক সুখোই এসইউ-৩৪ ফাইটার জেট হচ্ছে সোভিয়েত-অরিজিন রাশিয়ান অল-ওয়েদার সুপারসনিক মিডিয়াম-রেঞ্জ ফাইটার-বোম্বার বিমান।

আরও খবর

🔝