gramerkagoj
শনিবার ● ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
মণিরামপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুন , ২০২৪, ০১:৩৫:০০ পিএম , আপডেট : শনিবার, ২৭ জুলাই , ২০২৪, ১২:০৩:২৩ পিএম
আব্দুল্লাহ আল মামুন সোহান, মণিরামপুর (যশোর):
GK_2024-06-11_6668031f7e0f8.jpg

যশোরের মণিরামপুর উপজেলা ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয়েছে। উপজেলার ভূমিহীন পরিবারগুলোকে মঙ্গলবার জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় এ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার, মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, মণিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, সহকারী কমিশনার মাহির দায়ান আমিন, ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, থানার ওসি এবিএম মেহেদী মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে ৮৮টি পরিবারের হাতে জমি ও গৃহ হস্তান্তর করা হয়। এর আগে প্রকল্পের আওতায় ৪টি ধাপে ৫১২ টি জমি ও গৃহ হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

আরও খবর

🔝