gramerkagoj
মঙ্গলবার ● ৪ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম নির্বাচনে জোটবদ্ধ দলগুলোকেও নিজ নিজ প্রতীকে ভোটের বাধ্যবাধকতা বছরের শেষ দুই প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক, তবে বিভাজন নয় টিভিতে আজকের খেলার সূচি যশোরে ডিবি পুলিশের অভিযানে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ফার্মেসিতে পাইলস অপারেশন করেন ভুয়া ডাক্তার প্রভাত মণিরামপুরে পরকীয়ায় জেরে গৃহবধূ শিল্পীর আত্মহত্যা না হত্যা, স্বামী পুলিশ হেফাজতে মননোয়নকে কেন্দ্র করে বিএনপির একাংশের প্রতিবাদ মিছিল বিসিবি’র কাউন্সিলর নির্বাচিত হওয়ায় রাজুকে সংবর্ধনা প্রদান মণিরামপুর সীমান্তবর্তী মশিয়াহাটি বাজারে নারী-পুরুষকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি
আমার এইডস হয়েছে, বিষয়টি বিব্রতকর : মমতাজ
প্রকাশ : মঙ্গলবার, ১১ জুন , ২০২৪, ০২:১৯:০০ পিএম
বিনোদন ডেস্ক:
GK_2024-06-11_6668089fa94a7.jpg

ফোক সম্রাজ্ঞী, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ‘এইডস’ রোগে আক্রান্ত হয়েছেন। সামাজিক মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিষয়টি শিল্পীর কানেও এসেছে। এসব খবরে তিনি ভীষণ বিব্রত।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে একাধিক স্টেজ শোতে অংশ নিয়ে শ্রোতাদের মাতিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। তিনি দেশেও ফিরে এসেছেন। আসন্ন কোরবানির ঈদে একগুচ্ছ গান নিয়ে আসছেন ভক্ত-শ্রোতাদের সামনে। মমতাজ জানালেন, এত সব কাজের ভিড়ে তাঁকে সামলাতে হচ্ছে নানা ধরনের মিথ্যাচার। এ নিয়ে মুখ খোলেন তিনি।
এই গুণী শিল্পী বলেন, ‘আমি সুস্থ ও খুব ভালো আছি। আর সে কারণেই স্টেজ শো নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াতে পারছি। যারা এসব মিথ্যা কিংবা গুজব ছড়াচ্ছে তাদের সুবুদ্ধির উদয় হোক।’
আসন্ন কোরবানির ঈদে একগুচ্ছ গান নিয়ে ভক্ত-শ্রোতাদের সামনে আসছেন মমতাজ। ঈদের পরেও আবার স্টেজ শোতে অংশ নিতে বিদেশ যাচ্ছেন তিনি। দুবাইতে গান গাওয়ার পাশাপাশি সেখানের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও অংশ নেবেন এই শিল্পী।
কিছুদিন আগে নাতনিকে সঙ্গে নিয়ে ‘বুঝলে নাকি বুঝপাতা’ গানে কণ্ঠ দিয়েছেন মমতাজ। যা এখন ভাইরাল নেটদুনিয়ায়। এ প্রসঙ্গে তিনি বললেন, ‘মজার ছলেই গানটি কণ্ঠে তোলা। আমার সঙ্গে নাতনি মোমধুও দারুণ গেয়েছে। নাতনিকে নিয়ে তিন-চারদিন আগে ঘুরতে গিয়েই গানটি গাইলাম। তখন এটি ভিডিও করে ফেসবুকে প্রকাশ করি। এটি যে এভাবে মানুষের কাছে পৌঁছে যাবে তা বুঝিনি। একটা বার্তাও দিতে চেয়েছি। একদল মানুষ আমার নামে মিথ্যা ও গুজব ছড়াচ্ছে। যাদের বোঝার তারা ঠিকই বিষয়টি বুঝতে পেরেছে। আর কেউ কেউ বিষয়টি নিয়ে এখনও দোটানার মধ্যে আছে। মূলত তাদের উদ্দেশ্যেই গানটি গাওয়া।’

আরও খবর

🔝