শিরোনাম |
মেষ রাশি : একচেটিয়া কারবারিদের ব্যবসা ক্ষেত্রে দুর্ভাবনার আশঙ্কা। গুরুজনের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা। কারও সম্পর্কে বা বিরুদ্ধে মন্তব্য করা সমীচীন হবে না।
বৃষ রাশি : চাকরি ক্ষেত্রে কোনো তর্ক-বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তি বা জমি-জায়গা নিয়ে কোনো ভাইয়ের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন।
মিথুন রাশি : শেয়ার কেনাবেচার ব্যাপারে বিশেষ চিন্তা করবেন। চাকরি ক্ষেত্রে কোনো গোলযোগ দেখা দিতে পারে। সাংসারিক ক্ষেত্রে ব্যয়বাহুল্য ঘটবে। হিসাব পরীক্ষকের কাজ বা ব্যবসায় যারা নিযুক্ত তাদের বিশেষ সুযোগ আসতে পারে।
কর্কট রাশি : চাকরির উন্নতিতে বাধা সৃষ্টি হতে পারে। কোনো নারীর সহায়তা পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে বদলির সম্ভাবনা। কাউকে অর্থ ধার দেওয়া বা শেয়ার কেনার ব্যাপারে বিশেষ চিন্তা-ভাবনা করবেন।
সিংহ রাশি : ওষুধ ও রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের লাভের সুযোগ আছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কেনায় ব্যবসায়ীদের লাভ। প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন।
কন্যা রাশি : গোপন কোনো সূত্র থেকে টাকা পাবেন। স্ত্রীর বিশেষ কোনো কৃতিত্বে নিজে গৌরববোধ করতে পারেন। উপযুক্ত ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি : অভিনেত্রীদের ভালো সুযোগ আসবে। যশ-খ্যাতি বাড়বে। সবার মধ্যে থেকে নিজে অসহায়বোধ করবেন। মানসিক বিষণ্নতা আপনাকে গ্রাস করবে।
বৃশ্চিক রাশি : স্ত্রীর সহানুভূতি ও সহযোগিতা লাভ করবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। ভ্রমণ শুভ। বয়স্কদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন।
ধনু রাশি : ব্যয় বাড়বে। চিকিৎসা বিভ্রাটের আশঙ্কা। সময়মতো ব্যবস্থা নিলে অবস্থা আয়ত্তের মধ্যে থাকবে।
মকর রাশি : উপযুক্ত বয়সীদের চাকরির সুযোগ আসতে পারে, তবে সেই বিষয়ে যোগ্যতা থাকা প্রয়োজন। পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের আশঙ্কা রয়েছে। পারিবারিক ঝামেলায় ভুগবেন।
কুম্ভ রাশি : কার্যক্ষেত্রে সাময়িক কোনো সমস্যা মনে চাপ ফেলতে পারে। বেশ কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। সাহিত্যিক ও গবেষকদের সাফল্য আসবে।
মীন রাশি : ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব দূর হবে। কিন্তু আর্থিক ব্যাপারে সতর্ক থাকবেন। আর্থিক উন্নতি হবে। খ্যাতি ও সুনাম বাড়বে।