gramerkagoj
বুধবার ● ১৯ মার্চ ২০২৫ ৫ চৈত্র ১৪৩১
gramerkagoj

❒ খালেদা জিয়ার মুক্তির দাবিতে

নয়াপল্টনে বিএনপির সমাবেশ চলছে
প্রকাশ : শনিবার, ২৯ জুন , ২০২৪, ০৩:২৫:০০ পিএম , আপডেট : বুধবার, ১৯ মার্চ , ২০২৫, ১০:৪২:৪৮ এএম
ঢাকা অফিস:
GK_2024-06-29_667fd2b0185d1.jpg

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বিএনপির সমাবেশ চলছে।
শনিবার (২৯ জুন) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এ সমাবেশে শুরু হয়। এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নেতাকর্মীদের উপস্থিতিতে এরই মধ্যে পরিপূর্ণ হয়ে গেছে সড়ক। বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতা কর্মীরা এখনও আসছেন।
মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্য পাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত মাইক লাগানো হয়েছে। এ সমাবেশে বড় জমায়েত ঘটিয়ে খালেদা জিয়ার মুক্তি দাবিতে সরকারের ওপর চাপ প্রয়োগ করতে চায় দলটি।
সমাবেশে উপস্থিতির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সামনে বিএনপির নতুন কমিটি দেওয়া হবে। সেই কমিটিগুলোতে পদ পাওয়ার আশায় নেতাকর্মীরা সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। রাজপথে কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারের পদত্যাগের পাশাপাশি তারা এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চায়।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতারা।

আরও খবর

🔝