gramerkagoj
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫ ১৫ ভাদ্র ১৪৩২
gramerkagoj

❒ আকস্মিক বন্যা পরিস্থিতি

দুটি উপজেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
প্রকাশ : মঙ্গলবার, ২ জুলাই , ২০২৪, ১১:২৬:০০ এএম , আপডেট : শনিবার, ৩০ আগস্ট , ২০২৫, ০৩:২৬:২৬ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-07-02_6683905619686.JPG

আকস্মিক বন্যার কারণে ফেনীর দুটি উপজেলায় আজ মঙ্গলবারের (২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, সোমবারের ভারীবর্ষণ ও উজানের পানিতে জেলার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে পানি উঠে পড়েছে। ফলে পরীক্ষার পরিবেশ অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি আমরা তিন বোর্ডকে (সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও ভোকেশনাল) চিঠির মাধ্যমে অবগত করি। পরে তাদের নির্দেশনা মতে আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার ১৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চারটি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
এদিকে, সোমবার (১ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম বলেন, উজানের পানিতে মুহুরী নদীর পানি বেড়ে ফুলগাজী বাজারে প্রায় দুই ফুটের বেশি উঠেছে। দৌলতপুর এলাকায় বেড়িবাঁধের তিনটি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে দৌলতপুর থেকে জগতপুর পর্যন্ত বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া বলেন, বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় শুকনো খাবারসহ অন্যান্য সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। সমস্যা মোকাবেলায় প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন।

আরও খবর

🔝