gramerkagoj
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪ ৭ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ফুটবল উৎসবের অপেক্ষায় সাতটি ম্যাচ
প্রকাশ : সোমবার, ৮ জুলাই , ২০২৪, ০৬:২২:০০ পিএম , আপডেট : সোমবার, ২১ অক্টোবর , ২০২৪, ০৯:৫৩:০১ পিএম
ক্রীড়া ডেস্ক:
GK_2024-07-08_668be45da97d6.JPG

দুই কনফেডারেশন উয়েফা ও কনমেবলের মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ ইউরো ও কোপা আমেরিকার লড়াই উপভোগ করছে কোটি কোটি ফুটবল প্রেমীরা। এই দু’টি আসর প্রায় শেষের দিকে। এক সপ্তাহ ব্যবধানে শুরু হওয়া এই দু’টি টুর্নামেন্টের পর্দা নামবে আগামী সপ্তাহের ঠিক এইদিনে। ১৪ জুলাই দিবাগত রাতে সোমবার পাঁচ ঘন্টার ব্যবধানে বিশ্ব দেখতে পাবে ইউরোপ ও লাতিন আমেরিকান চ্যাম্পিয়নদের। রাত একটায় বার্লিনে বসবে ইউরোর ফাইনাল। অপরদিকে ভোর ছয়টায় ফ্লোরিডায় হবে কোপা আমেরিকার ফাইনাল।
দু’টি টুর্নামেন্টই এখন শেষ চারের লড়াইয়ের জন্য প্রস্তুত। তবে ইউরোর চেয়ে কোপায় একটি ম্যাচ বেশি হবে। কারণ কোপায় দুই সেমিফাইনালে পরাজিত দলের মধ্যে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে। সে হিসেবে ইউরোরতে বাকি রয়েছে তিনটি ম্যাচ। অপরদিকে কোপায় মাঠে গড়াতে বাকি রয়েছে চারটি ম্যাচ। অর্থাৎ দু’টি আসরের সাতটি ম্যাচ বাকি। আর এই সাতটি ম্যাচই ফুটবলের উৎসবকে আপাতত টিকিয়ে রেখেছে।
ইউরোর বাকি শেষ তিনটি ম্যাচের সূচী
প্রথম সেমিফাইনাল: স্পেন বনাম ফ্রান্স (বুধবার রাত ১টা), মিউনিখ, দ্বিতীয় সেমিফাইনাল: নেদারল্যান্ডস বনাম ইংল্যান্ড (বৃহস্পতিবার রাত ১টা), ডর্টমুন্ড। ফাইনাল: সোমবার (১৫ জুলাই, রাত ১টা), বার্লিন।
কোপা আমেরিকার শেষ চারটি ম্যাচের সূচী
প্রথম সেমিফাইনাল: আর্জেন্টিনা বনাম কানাডা (বুধবার ভোর ৬টা), নিউজার্সি, দ্বিতীয় সেমিফাইনাল: উরুগুয়ে বনাম কলম্বিয়া (বৃহস্পতিবার ভোর ৬টা), নর্থ ক্যারোলিনা
তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ: সেমিফাইনালের দুই পরাজিত দল (রোববার ভোর ৬টা) , নর্থ ক্যারোলিনা, ফাইনাল: সোমবার (১৫ জুলাই, ভোর ৬টা), ফ্লোরিডা

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝