gramerkagoj
মঙ্গলবার ● ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
gramerkagoj
খুলনায় যুবলীগ নেতা আলামিনকে কুপিয়ে হত্যা
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুলাই , ২০২৪, ১১:২৫:০০ এএম , আপডেট : মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০২:১৪:৪০ পিএম
খুলনা প্রতিনিধি:
GK_2024-07-09_668cc78960fb7.jpg

খুলনা মহানগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় যুবলীগ নেতা আলামিন শেখকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আলামিন পূর্ব বানিয়া খামার লোহার গেট এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি নগরীর ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন।
ওসি কামাল হোসেন খান জানান, রাত ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা আলামিনকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে মৃত্যু হয় তাঁর। তার দুই পায়ের হাঁটু ও বাম হাতের আঙ্গুলে জখমের চিহ্ন রয়েছে। নিহত আলামিনের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ১০টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
উল্লেখ্য, এর আগে গত শনিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

আরও খবর

🔝