gramerkagoj
শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ৫ আগস্টের পর রামিম-তাশরিকদের আরেক ‘যুদ্ধ’ খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার : নার্গিস বেগম ডায়াবিটিস নিয়ন্ত্রণে করলা: প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন এই তেঁতো ওষুধ ইতিহাস গড়া মেয়েদের অভিনন্দন যশোরে প্রেমে সাড়া না দেওয়ায় এসিড নিক্ষেপ, তরুণীসহ তিনজন আহত যশোরে চোরাই অটোরিকশার যন্ত্রাংশসহ আটক এক, তিনজনের নামে মামলা অস্ত্র মামলায় যশোর কাজীপাড়ার প্রান্তের ১৭ বছর কারাদন্ড খোঁজা হচ্ছে নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নেপথ্যের ব্যক্তিদের
বেনাপোলে কোটি টাকার সোনারবারসহ পাচারকারী আটক
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুলাই , ২০২৪, ১১:৪৮:০০ এএম , আপডেট : বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ০৩:২৮:৩৬ পিএম
বেনাপোল (যশোর) অফিস:
GK_2024-07-09_668cd68a6b194.JPG

বর্ডার গার্ড বাংলাদেশ খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধীনস্থ দৌলতপুর বিওপির টহলদল ৯টি সোনারবারসহ মনোয়ার হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার (৯ জুলাই) ভারতে পাচারের সময় দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ থেকে সোনারবারসহ তাকে হাতেনাতে আটক করা হয়। সকাল ৯টা ১৭ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খুরশিদ আনোয়ার্র।
তিনি জানান, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জনতে পারে দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা সোনারবার ভারতে পাচারের উদ্দেশ্যে আসবে। এ সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৫ মিনিটে সীমান্ত পিলার ১৭/৭ এস এর আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠে তারা কৌশলে অবস্থান নেয়। এ সময় দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মনোয়ার হোসেনকে (৫০) আটক করে। এসময় তার হাতে থাকা লাল রংগের একটি ব্যাগ তল্লাশী করে ১ কেজি ৬৮ গ্রাম ওজনের ৯ পিস সোনার বার উদ্ধার হয়। উদ্ধারকৃত সোনার সিজার মূল্য এক কোটি আট লাখ ছিয়াশি হাজার একশ’ চব্বিশ টাকা। তিনি বেনাপোলের দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে। সোনার বারগুলো ট্রেজারি অফিস, যশোর এবং আসামি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর

🔝