gramerkagoj
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪ ৭ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বেনাপোলে কোটি টাকার সোনারবারসহ পাচারকারী আটক
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুলাই , ২০২৪, ১১:৪৮:০০ এএম , আপডেট : সোমবার, ২১ অক্টোবর , ২০২৪, ১১:৩৮:৪৫ এএম
বেনাপোল (যশোর) অফিস:
GK_2024-07-09_668cd68a6b194.JPG

বর্ডার গার্ড বাংলাদেশ খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধীনস্থ দৌলতপুর বিওপির টহলদল ৯টি সোনারবারসহ মনোয়ার হোসেন নামে এক পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার (৯ জুলাই) ভারতে পাচারের সময় দৌলতপুর সীমান্তের ধগলীর মাঠ থেকে সোনারবারসহ তাকে হাতেনাতে আটক করা হয়। সকাল ৯টা ১৭ মিনিটে এ তথ্য নিশ্চিত করেছেন ২১ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল খুরশিদ আনোয়ার্র।
তিনি জানান, এদিন সকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জনতে পারে দৌলতপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা সোনারবার ভারতে পাচারের উদ্দেশ্যে আসবে। এ সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৫ মিনিটে সীমান্ত পিলার ১৭/৭ এস এর আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধগলীর মাঠে তারা কৌশলে অবস্থান নেয়। এ সময় দৌলতপুর হয়ে ধগলীর মাঠ সীমান্ত অভিমুখে এক ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে সন্দেহভাজন হিসেবে মনোয়ার হোসেনকে (৫০) আটক করে। এসময় তার হাতে থাকা লাল রংগের একটি ব্যাগ তল্লাশী করে ১ কেজি ৬৮ গ্রাম ওজনের ৯ পিস সোনার বার উদ্ধার হয়। উদ্ধারকৃত সোনার সিজার মূল্য এক কোটি আট লাখ ছিয়াশি হাজার একশ’ চব্বিশ টাকা। তিনি বেনাপোলের দৌলতপুর গ্রামের মৃত রবিউল হোসেনের ছেলে। সোনার বারগুলো ট্রেজারি অফিস, যশোর এবং আসামি বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝