gramerkagoj
বুধবার ● ১৬ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম প্রবল বর্ষণে যশোরে সবজিসহ ৩১৯১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত, দুশ্চিন্তায় কৃষক যশোরে কুমারী সেজে দ্বিতীয় বিয়ে ও মালামাল আত্মসাৎ, স্বামীর আদালতে মামলা পাউবির ত্বরিত পদক্ষেপে বিকল স্লুইস গেট সচল মণিরামপুরে আব্দুল মান্নান হত্যার দায় স্বীকার ভাই ও ভাইপোর অস্ত্রসহ আটক রয়েল দুই দিনের রিমান্ডে শান্তির হ্যাট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ চৌগাছায় টানা বৃষ্টিতে একশ হেক্টর আউশ ধান পানির নিচে, দুশ্চিন্তায় কৃষকরা যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না: অমিত একটি মেডিক্যাল ক্যাম্প ও ভ্রমণ কাহিনী যশোরে একদিনের ব্যবধানে ফের আটটি স্বর্ণের বার উদ্ধার,  দুই পাচারকারী আটক
কুষ্টিয়ার মিরপুরে কবর থেকে মরদেহ চুরি
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুলাই , ২০২৪, ০১:৩০:০০ পিএম
কুষ্টিয়া প্রতিনিধি:
GK_2024-07-09_668ce522cf718.jpg

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের একটি কবরস্থান থেকে নারীর মরদেহ চুরি হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের কবরস্থানে স্থানীয়রা কবরস্থানে একটি কবর খোড়া দেখতে পান। পরে দেখেন, কবরে থাকা মরদেহটি নেই।
স্থানীয়রা জানান, কবরটি ছিলো উক্ত এলাকার গার্মেন্টস ব্যবসায়ী রমজান আলীর মায়ের। তিনি বার্ধক্যজনিত কারণে ৩ মাস আগে মারা যান।
ছেলে রমজান আলী জানান, সকালে মায়ের কবর খোড়া দেখে স্থানীয়রা আমার পরিবারকে খবর দেয়। পরে গিয়ে দেখি কবর খোড়া এবং ভেতরে মরদেহ নেই।
কবর থেকে মরদেহ চুরি একটি ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে স্থানীয় ইউপি সদস্য মুন্সি মো. মাসুদ রানা বলেন, এ ধরনের ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দেওয়া প্রয়োজন।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিম্তারিত পরে জানানো যাবে।

আরও খবর

🔝