gramerkagoj
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪ ১৮ অগ্রহায়ণ ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নতুন রূপে যশোরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুলাই , ২০২৪, ০৮:২৫:০০ পিএম , আপডেট : রবিবার, ১ ডিসেম্বর , ২০২৪, ০৩:০৬:৪৮ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-07-09_668d5e513556e.jpg

যশোরে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সংস্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ৫১ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে এলজিইডির সহযোগিতায় নতুন রূপে সাজানো হয়েছে যশোর মণিহার বাসস্ট্যান্ড মোড়ের এই স্মৃতিসৌধটি। এখানে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি তুলে ধরে দৃষ্টিনন্দন টেরাকোটার কাজ করা হয়েছে। যা মানুষের দৃষ্টি কেড়েছে। মঙ্গলবার বিকেলে বিভিন্ন প্রজাতির ভেষজ ও ওষধি বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ও পুলিশ সুপার মাসুদ আলম বৃক্ষরোপণ করেন। এ সময় ডিডিএলজি রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম শাহিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, আরডিএস বিধান হাওলাদার, এনডিসি আব্দুল ওহেদ, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, বিএলএফ প্রধান আলী হোসেন মনি, উপপ্রধান অ্যাডভোকেট রবিউল আলম, অশোক রায়, আফজাল হোসেন দোদুল, আবুল কাশেম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝