gramerkagoj
বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০২৪ ৩ শ্রাবণ ১৪৩১
gramerkagoj
মধ্যরাতে শহরের মুজিবসড়ক থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ০২:৫৬:০০ এএম , আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুলাই , ২০২৪, ০১:২১:৫৯ পিএম
কাগজ সংবাদ:
GK_2024-07-10_668da494307a4.jpg

যশোর শহরের মুজিব সড়কের মডেল মসজিদের সামনের একটি গলি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে স্থানীয়রা ওই পুরুষের মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি ছিলেন খালি গায়ে আর পরনে একটি লুঙ্গি ছিলো। মরদেহে শনাক্ত কাজ শুরু করেছে পিবিআইসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে, মরদেহে ওই স্থানে কিভাবে আসলো তা এখনো জানা সম্ভাব হয়নি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

 

 

স্থানীয়রা জানায়, প্রথমে তারা ওই গলিতে মরদেহ পরে থাকতে দেখেন।আশে পাশের কেউই তাকে চিনতে পারেনা। সাথে সাথে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়।

 

 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম হাজির হয়। তারা ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা না হত্যা তা এখনি বলা যাচ্ছেনা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

এদিকে, খবর শুনে ঘটনাস্থলে হাজির হন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন ও জুয়েল ইমরান। ঘটনাস্থল পরিদর্শনসহ আশপাশের লোকজনের সাথে কথা বলে খোঁজখবর নেন। এছাড়া ডিবির ওসি রুপন কুমার সরকারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্খলে আসে। পিবিআইএর টিম বায়োমেট্রিক প্রদ্ধতির মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে লাশ শনাক্তের চেষ্টা করেন। কিন্তু পরিচয় মেলেনি।

 

 

এ বিষয়ে ঘটনাস্থলে আসা পিবিআই সাব ইন্সপেক্টর সঞ্চয় বিশ্বাস ও এসআই গোলাম আলী রাত ২টা ৪৫ মিনিটে জানান, তারা ১০ আঙ্গুলের ছাপ সংগ্রহ করেছেন। কিন্তু কোনা ফলাফল আসেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি ভাসমান নাগরিক।

আরও খবর

🔝