gramerkagoj
বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ১৫ কার্তিক ১৪৩২
gramerkagoj
শিরোনাম
শিরোনাম ড্যাবের কেন্দ্রীয় নেতৃত্বে যশোরের চার কৃতি সন্তান যশোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে দু’টি ম্যাচ সম্পন্ন ব্যাটিংয়ের শীর্ষে রোহিত ॥ বোলিংয়ে রশিদ বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় আসছে না আফগানিস্তান-মিয়ানমার মাদারীপুরে নিরাপদ অভিবাসন বিষয়ক সংবাদ সম্মেলন রাজশাহী সিটি কর্পোরেশনের শ্রমিকদের বিক্ষোভ ঝালকাঠিতে ১০ বছর পর মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ৪৭ আসামি জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে প্রতারণা হয়েছে, দ্রুত সংস্কারের দাবি নদীভাঙা মানুষের কথা ভাবি না, ভাবি শুধু মেগা প্রকল্প
মারা গেলেন কবি মাকিদ হায়দার
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ১১:৩২:০০ এএম , আপডেট : বুধবার, ২৯ অক্টোবর , ২০২৫, ০৫:২২:২২ পিএম
কাগজ ডেস্ক:
GK_2024-07-10_668e1b6b9104c.jpg

মারা গেলেন কবি মাকিদ হায়দার (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় উত্তরার নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মাকিদ হায়দারের ছেলে আসিফ হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, দুপুর ১২টার পর তার বাবার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হবে। তবে কবিকে কখন কোথায় দাফন করা হবে সে বিষয়টি এখনো নিশ্চিত করেনি তার পরিবার।
বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি মাকিদ হায়দার অনেকদিন ধরেই বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
কবি মাকিদ হায়দারের জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের পাবনার দোহারপাড়ায়। তার বাবা হাকিমউদ্দিন শেখ ও মা রহিমা খাতুন। সাত ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। সাত ভাইয়ের বোনও ছিল সাতজন। মাকিদ হায়দারের ভাই রশীদ হায়দার, জিয়া হায়দার, দাউদ হায়দার, জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার সবাই সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত।
মাকিদ হায়দারের প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- রোদে ভিজে বাড়ি ফেরা (১৯৭৬), আপন আঁধারে একদিন (১৯৮৪), ও পার্থ ও প্রতিম (২০০৭), কফিনের লোকটি (২০১১), যে আমাকে দুঃখ দিলো (২০১২), প্রিয় রোকানালী (২০১৩), মুমুর সাথে সারা দুপুর (২০১৪)। এছাড়াও তার একটি গল্পগ্রন্থ ও একটি প্রবন্ধের বই রয়েছে।

আরও খবর

🔝