gramerkagoj
মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪ ৭ কার্তিক ১৪৩১
gramerkagoj
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ভারতের উত্তরপ্রদেশে বাস-ট্যাঙ্কার সংঘর্ষ, নিহত ১৮, আহত ১৯
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ১১:৪১:০০ এএম , আপডেট : সোমবার, ২১ অক্টোবর , ২০২৪, ০৯:৫৩:০১ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
GK_2024-07-10_668e1ba0f3422.jpg

ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। আহত হয়েছেন আরও ১৯ জন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির উত্তর প্রদেশের লখনৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বুধবার (১০ জুলাই) সকালে ডাবল-ডেকার বাসের সঙ্গে দুধের ট্যাংকারের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে।
ডবল ডেকার ওই বাসটি বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। লক্ষ্ণৌও-আগ্রা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় বাসটি একটি দুধের ট্যাঙ্কারের পেছন দিকে ধাক্কা দেয়। পুলিশ জানিয়েছে, ওই দুই গাড়ির মধ্যে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে অনেকেই গাড়ির ভেতর থেকে ছিটকে বাইরে এসে পড়েন।
ঘটনাস্থলের বেশ কিছু ফুটেজে দেখা গেছে মাটিতে মরদেহ পড়ে আছে। এছাড়া বিভিন্ন স্থানে ভাঙা কাঁচ এবং ধ্বংসপ্রাপ্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে।
দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে। স্থানীয় সময় বুধবার ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তার কার্যালয় জানিয়েছে, তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝